Redmi 13x Full Specification and Price in Bangladesh
এপ্রিল ০৭, ২০২৫
সম্প্রতি বাংলাদশের বাজারে 108MP এর ক্যামেরা নিয়ে লঞ্চ হতে যাচ্ছে Redmi 13x। আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী কেমন হবে Redmi 13x? ক্যামেরা, গেমিং, ভিডিও সব কিছু মিলিয়ে কেমন হতে যাচ্ছে Redmi 13x? Redmi 13x Full রিভিউ থাকছে আজকের পোষ্টে।
২৮ মার্চ লঞ্চ হওয়া Redmi 13x খুব শিঘ্রই মাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে দুইটি ভেরিয়েন্টে। 128GB/256GB দুইটি ভেরিয়েন্টেই 8GB RAM থাকবে। 128GB ও 256GB ভেরিয়েন্টের সম্ভাব্য প্রাইস ২০ হাজার ও ২২ হাজার টাকা।
0 মন্তব্যসমূহ