AI ছবি বিক্রি করে মাসে লাখ টাকা ইনকাম

AI ছবি বিক্রি করে মাসে লাখ টাকা ইনকাম

AI (Artificial Intelligence) প্রযুক্তির কল্যানে অনলাইন থেকে টাকা ইনকাম করা খুব সহজ। AI টুল দিয়ে ফ্রিতে অনেক কাজ করিয়ে নেয়া যায়, যেমন: আর্টিকেল লেখা, AI দিয়ে ছবি তৈরি করা, ভিডিও তৈরি করা। এছাড়াও আরও এডভান্স লেভেলের কাজ করা যায়। বর্তমাম সময়ে AI দিয়ে ছবি বানিয়ে অনলাইন থেকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ টাকা আর করছে। আজকে শেয়ার করবো কিভাবে AI ছবি সেল করে আয় কিরা যায়।




কিভাবে AI ইমেজ ক্রিয়েট করতে হয়?

AI ছবি তৈরি করার জন্য অনেক AI টুল রয়েছে। এসব টুল ব্যবহার করে খুব সহজেই ছবি বানানো যায়। আবার chatgpt দিয়ে চাহিদা মত ট্রেন্ডিং ছবি মেক করা যায়। যেসব ফ্রি AI টুল রয়েছে এদের মধ্যে সেরা হচ্ছে leonardo.ai, chatgpt ও bing। নির্দিষ্ট prompt লিখে এসব AI টুলে সাবমিট করলে দারুন দারুন ইমেজ রেনারেট করে দেয়। Prompt হচ্ছে যে ধরনের ছবি মেক করা হয় তার ডিটেইলস। ট্রেন্ডিং ফটো prompt তৈরি করা জন্য chatgpt সেরা। চ্যাট জিপিটির মাধ্যমে prompt লিখে যেকোন AI ওয়েবসাইটে গিয়ে ছবি জেনারেট করতে হবে। তারপর ছবির কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে।


আপলোড করার আগে যা করতে হবে

ছবির কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য Google এ গিয়ে image upscale লিখে সার্চ করতে হবে। প্রথম ওয়েবসাইট ঢুকে ছবি আপলোড করতে হবে এবং ছবি আপস্কেল করতে হবে। আপস্কেল হলে ছবিটি ডাউনলোড করতে হবে এবং ছবিটির rename করতে হবে। চাইলে ছবির properties থেকে আরও কিছু ডিটেইলস এড করতে হবে এটা অপশনলাল।


কোথায় ছবি বিক্রি করবেন?

ছবি বিক্রি করার জন্য অনেক বিশ্বস্ত stock photo ওয়েবসাইট আছে। Sutterstock সবচেয়ে ভাল। Sitterstock  প্রতি ডাউনলোডের জন্য বেশি পেমেন্ট করে। এখানে প্রতিদিন কয়েক লক্ষ ভিসিটর ছবি ডাউনলোড করার জন্য ভিসিট করে। Sutterstock এ contributor account ক্রিয়েট করতে হবে। একাউন্ট ক্রিয়েট করা হলে  ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড হলে সাইট ছবি ইভালুয়েট করে সব কিছু ঠিক থাকলে এপ্রুভ করবে।


কি ধরনের ইমেজ তৈরি করবেন?

যেকোন ক্যাটাগরিতে ছবি তৈরি করা যায়। এখন আপনি নির্দিষ্ট কিছু নুস বেচগে নিতে পারেন বা একই নিসের উপর কাজ করতে পারেন। তবে বুঝতে হবে ট্রেন্ডিং নিস কোন গুলু। এক এক সময় এক এক ধরনের ইমেজ ট্রেন্ডিং এ থাকে। সেসব ইমেজ ট্রেন্ডিং এ থাকে সেগুকু গুগলে সার্চ হয় বেশি। গুগল থেকে ভিসিটর আপনার ইমেজ খুব যে পাবে ও ছবি ডাউনলোড করবে। AI ইমেজ নিয়ে কাজ করলে ট্রেন্ডিং নিস নিয়ে কাজ কিরা উচিৎ। তাহলে প্যাসিভ ইনকাম করতে পারবেব।


Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher

Telegram: Emon Bhuiyan

Telegram Channel: Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Earn with Emon

Channel-2: Earn with Evan

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Youtube Channel Image
Android Teacher ইনকাম ভিডিও দেখুন
Subscribe