পাসওয়ার্ড ছাড়া মোবাইলে Wifi কানেক্ট যেভাবে করবেন

পাসওয়ার্ড ছাড়া মোবাইলে Wifi কানেক্ট যেভাবে করবেন




পাসওয়ার্ড যেকোন ডিভাইস বা একাউন্টের নিরাপত্তার জন্য একটি সুরক্ষা ব্যবস্থা। যেকোন একাউন্টে লগ ইন করার জন্য যেমন পাসওয়ার্ড প্রয়োজন তেমনি মোবাইল বা লেপটপে Wifi কানেক্ট করতে হলে পাসওয়ার্ড প্রয়োজন। তবে পাসওয়ার্ড ছাড়াও মোবাইলে Wifi কানেক্ট করা যায়। আপনার বাসায় অতিথি আসলে Wifi চাইবে এটাই স্বাভাবিক। অথবা প্রতিবেশি বা অপরিচিত কেউ এলেই তাকে Wifi পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন। ঢালাওভাবে আপনার Wifi পাসওয়ার্ড দিয়ে দেয়া আপনার নজ্য বিরাট নিরাপত্তা ঝুকি তৈরি করতে পারে। তবে আপনি পাসওয়ার্ড পা দিয়েও মোবাইলে Wifi কানেক্ট করতে পারবেন। পাসওয়ার্ড ছাড়া Wifi কানেক্ট করতে নিচের ধাপ অনুসরন করুনঃ




WPS Button এর মাধ্যমে

১. মোবাইলের Settings অপশনে প্রবেশ করুন।

২. Wifi থেকে Advance Settings এ ক্লিক করুন

৩. Connect By WPS Button এ ক্লিক করুন।

৪. রাউটারের পেছনে WPS বাটনে ৩০সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখুন। আপনার মোবাইলের সাথে Wifi কানেক্ট হয়ে যাবে।

৫. Forgot না দেয়া পর্যন্ত ঐ রাউটের রেঞ্জে এলেই মোবাইল অটোমেটিক কানেক্ট হয়ে যাবে।




QR Code এর মাধ্যমে

আপনার মোবাইলে কানেক্ট করা Wifi থেকে QR Code শেয়ারিং ও স্ক্যানিং এর মাধ্যমে যেকোন মোবাইলে পাসওয়ার্ড ছাড়াই Wifi কানেক্ট করতে পারবেন। এজন্য আপনার মোবাইলের Settings অপশন থেকে Wifi অপশনে যেতে হবে। কানেক্টেড Wifi এর নামের উপরে ক্লিক করতে হবে। একটি QR Code শো করবেন। এই QR Code যেকোন মাবাইল দিয়ে স্ক্যান করলে Wifi কানেক্ট হয়ে যাবে।


Guest Mode চালু করার মাধ্যমে

ডুয়াল বেন্ডের রাউটারে দুইটা কানেকশন চালু করা যায়। আপনার ব্যাক্তিগত কানেকশন না দিয়ে রাউটারে Guest Mode চালু করে সিকিউরিটি বন্ধ করে দিন। তাহলে যে কেউ আপনার রাউটারের সাথে পাসওয়ার্ড ছাড়াই কানক্ট হতে পারবেন। Guest Mode চালু করতে যে ব্রান্ডের রাউটার ব্যবহার করে সে ব্যান্ডের অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর সাইন আপ করে রাউটার এড করে Wifi কাষ্টমাইজ করে একাধিক কানেকশন চালু করতে হবে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Youtube Channel Image
Android Teacher ইনকাম ভিডিও দেখুন
Subscribe