VIVO V50 কেমন? জেনে নিন এর স্পেসিফিকেশন ও ইউজার অভিজ্ঞতা
ক্যামেরা স্মার্টফোন বা ক্যামেরার সাথে স্মার্টফোন এটা আপনি বলতেই পারেন। কারন VIVO V50 ক্যামেরাতে বাজিমাত করেছে। VIVO V50 যেহেতু ক্যামেরা ডিভাইস সুতরাং সবার আগে এর ক্যামেরা নিয়ে কথা বলা যাক, বাকি স্পেসিফিকেশন নিয়ে শেষে বলা হবে। এর প্রাইমারি ক্যামেরা প্যানেলে আপনি ZEISS এর লগো দেখতে পারেন কারন তারা ZEISS এর সাথে Collaboration করেছে যেটা খুবই দারুন ও স্মার্টফোনে একটি দারুন সংযোগ। আচ্ছা যারা ZEISS সম্পর্কে না জানেন তাদের জন্য একটু করে বলে রাখি ZEISS হচ্ছে জার্মান প্রযুক্তি কোম্পানি যারা মূলত ক্যামেরা ল্যান্স, মাইক্রোস্কোপ, দূরবীক্ষণ যন্ত্র ইত্যাদি এসব পণ্য তৈরি করে থাকে। মাত্র দুইটি স্মার্টফোন কোম্পানি নোকিয়া ও ভিভো ZEISS এর সাথে Collaboration করেছে।
VIVO V50 প্রাইমারি ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে দুইটাই 50MP যার মধ্যে একটা মেইন ক্যামেরা অপরটি আল্ট্রাওয়াইড। ফ্রন্ট ক্যামেরাও 50MP। অর্থাৎ বোজাই যাচ্ছে VIVO V50 মোবালের সাথে ক্যামেরা ফোন। যেহেতু তারা ZEISS এর সাথে Collaboration করেছে তাই ZEISS এর লেন্স আছে। ZEISS ৭টা স্টাইলে আপনি বোকে ব্যবহার করতে পারবেন। এছাড়া AI Light Portrait তুলতে পারবেন AI Eraser বা Object Remover রয়েছে। Portrait মুডে ছবি ক্লিক করলে অনেক ভাল ও ন্যাচারাল ব্লার পাবেন। ফোকাস পয়েন্টের সাথে ব্যাকগ্রাউন্ড খুব দারুনভাবে আলাদা করতে পারে। EDGE সাইটেও আপনি দারুন তেমন Separation পাবেন না একদম DSLR এর মত।
ক্যামেরা Dynamic মুডেও আপনি সন্তুষ্ট হবেন। Portrait এ ক্লিক করার সময় ব্যাকগ্রাউন্ডে যদি অতিরিক্ত কালার থাকে সেটাও ভাল ব্যালেন্স করতে পারে। ন্যাচারল কালারে কোন তফাৎ দেখা যায় না। অনেক ক্যামেরা আছে যা অল্প আলোতে খুব ভাল পার্ফর্মেন্স দিতে পারেনা, তবে VIVO V50 এদিক থেকে এগিয়ে আছে। লো লাইটে ভাল ছবি ক্যাপচার করতে পারে। মেইন ক্যামেরা খুব দারুন ক্লিক করতে পারে। বিশেষ করে যেখানে ন্যাচারাল লাইট Unbalance সেখানের আপনি সন্তুষ্টি জনক ক্লিয়ার ও ডিটেইলিং ছবি তুলতে পারবেন। অর্থাৎ এখানেও ক্যামেরার Dynamic Range আপনাকে ব্যালেন্সিং ছবি প্রোভাইড করবে। ডুয়েল ক্যামেরার নিচে আপনি অরা লাইট পাবেন সেটার কালার আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন এবং এটা ব্যবহার করেও কিছু আকর্ষনীয় ছবি তোলা সম্ভব।
ক্যামেরা নিয়ে কথা বুলতে গেলে অল্প কথায় শেষ করা যাবে না। এবার VIVO V50 এর বেসিক কিছু স্পেসিফিকেশন জানিয়ে দিচ্ছি যার ফোনটি পারচেস করার ক্ষেত্রে আপনাকে সহায়তা করবে। VIVO V50 Snapdragon 7Gen-3, Operating সিস্টেম Android-15 সাথে ৩ বছরেরম মেজর আপডেট সুবিধা। VIVO V50 মাত্র একটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে 12/256 GB। ডিসপ্লেতে অফার করছে HDR10+ AMOLED, 120 Hz রিফ্রেশ রেট। 6000 mAh ব্যাটারি, 90W এর চার্জার। ৫০ মিনিটের মধ্যে ফোনটিকে 100% চার্জ করতে সক্ষম।
Price: 62,999TK
Follow:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Facebook Page: Android Teacher
Telegram: Emon Bhuiyan
Telegram Channel: Android Teacher
YouTube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Earn with Emon
Channel-2: Earn with Evan
0 মন্তব্যসমূহ