২০ হাজার টাকায় সেরা ৫টি বাজেট স্মার্টফোন

২০ হাজার টাকায় সেরা ৫টি বাজেট স্মার্টফোন




আপনি যদি স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন ও বাজেট ২০ হাজার বা এর আশেপাশে হয়ে থাকে তাহলে আপনার জন্য রয়েছি আমরা। ২০ হাজার টাকায় আপনার কোন স্মার্টফোন নেয় উচিৎ, কোনটি আপনার জন্য সুইটেবল। যেখানে থাকবে গেমিং পার্ফোমেন্স, ক্যামেরা, ডিসপ্লে ও বাজেট ফ্রেন্ডলি প্রসেসর। সত্যি বলতে এখনও আমাদের মধ্যে বেশিরভাব মানুষের বাজেট ২০ হাজার টাকার কিছুটা কম বা বেশি। মিড রেঞ্জের বাজেট চাহিদা হলেও মোবাইলের পার্ফর্মেন্সের দিক থেকে আমরা কম্প্রোমাইস করতে চাই না। তাই আপনার কম্প্রোমাইসের জায়গা ঠিক রেখে আমরা নিয়ে এসেছি ৫টি সেরা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন।







1. Redmi Note 14 4G




আপনার বেজেট যদি  ২১ থেকে ২২ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি চয়েস করতে পারেন Redmi Note 14 4G। এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াললিও পাওয়া যাচ্ছে। এই টাকা Redmi Note 14 4G আপনাকে কি কি অফার করছে সেটা জেনে নেয়া যাক। Redmi Note 14 4G 6.67 ইঞ্চির ডিসপ্লে তে আছে AMOLED 120Hz, HDR10+, Corning Gorilla Glass 5। প্রসেসরে আছে MEDIATECH HELIO G99 ULTRA। ১০৮ মেগা মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সাথে আরও  ২টি ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ রয়েছে এর ব্যাক প্যানেলে। ক্যামেরা প্লেসমেন্টের ডিজাইন খুবই আকর্ষনিয়। দেখতে কিছুটা আইফোনের মত। নিস্বন্দেহে আপনার পছন্দ হবে। ফ্রন্টে থাকছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। 5000MhA ব্যাটারি সাথে 33W এর চার্জার।







2. Realme P1




Redmi Note সিরিজের ডিভাইসগুলু আগে খুবই জনপ্রিয় ছিলো, এখনও আছে। তবে Redmi ও Realme সমচেয়ে কম্পিটিশনে থাকে। Realme P1 এর 6.67 এর ডিসপ্লেতে থাকছে AMOLED 120Hz, 1080/2400 pixels। Realme P1 এর বিশেষ আকর্ষন হলো এর পারফর্মেন্স, যেখানে MEDIATEK DIMENSITY 7050 চিপসেট, octa core 2.6 GHz। Dual ক্যামেরা সেটআপে আছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 2 মেগাপিক্সে Depth। ফ্রন্টে 16 মেগাপিক্সেল। 5000mAh ও 45W এর বিশাল চার্জিং সিস্টেম। Redmi Note এর কথা বিবেচলা করলে Realme P1 আপনার পছন্দের তালিকায় এগিয়ে থাকা উচিৎ।







3. iQOO Z9x




আপনার বাজেট যদি আরও কম হয় অর্থাৎ ১৯ থেকে ২০ হাজার টাকা তাহলে আপনি তালিকার শীর্ষে রাখতে পারেন iQOO Z9x। এর 8/128 GB ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন ১৯ থেকে ২০ হাজার টাকার মধ্যে। এর 6.72 ইঞ্চির ডিসপ্লেতে আপনাকে অফার করা হচ্ছে IPS LCD 120 HZ, Full HD + REsolution। প্রসেসর Snapdragon 6 Gen 1, CPU-octa core 2.2 GHZ। ডুয়াল ব্যাক ক্যামেরা সেটাপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ও 2 মেগাপিক্সেল  Depth। ফ্রন্টে 8 মেগাপিক্সেল। 6000 mAh এর ব্যাটারি সাথে 44W এর চার্জার। বাজেট কিছুটা কম হলে আপনার জন্য এই মডেলটি সবার উর্ধে থাকবে।






4. cmf Phone1




এখন বাজেট যদি আপনার কিছুটা বেশি মানে ২১ থেকে ২২ হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনি নিতে পারেন cmf Phone1। সত্যি কথা বলতে cmf Phone1 ইউনিক ডিজাইন, যেমনটা Nothing Phone। আপনি চাইলে কেস পরিবর্তন না করেও এর ব্যাক শিল্ডের কালার পরিবর্তন করতে পারেন। cmf Phone1 এর 6.67 ইঞ্চির ডিসপ্লেতে আপনাকে অফার করছে AMOLED 120 Hz। 1080/2400 Pixels। পারফর্মেন্সে রয়েছে Mideatek Dimensity 7300। গেমিং করার জন্য এই বেজটের মধ্যে সেরা পারফর্মেন্স দিবে cmf Phone1। 50 মেগাপিক্সলের প্রাইমারি ও 2 মেগাপিক্সেলের Depth। 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যেটা এই বাজেটে খুব ভাল শুট করবে। ব্যাটারি 5000mAh সাথে 33W চার্জার।

উপরে উল্লখ করা এই চারটি ডিভাইসের আন অফিসিয়াল লঞ্চ নিয়ে আলোচনা করা হয়েছে। এবার খুবই দারুন একটি ডিভাইস নিয়ে কথা বলা যাক।






5. Itel S25 Ultra




যাদের কার্ভ ডিসপ্লের প্রতি ক্রাস তাদের কথা মাথায় রেখে বাজারে এসেছে Itel S25 Ultra। কার্ভ ডিসপ্লের ডিভাইস এতো দিন প্রায় ৩০ হাজার টাকা লাগলেও  Itel S25 Ultra দিচ্ছে মাত্র ২০ হাজার টাকায়। আকর্ষনীয় 6.78 ইঞ্চির কার্ভ AMLED, 120Hz, Corning Gorilla Glass 7I। প্রসেসর T620। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলস 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। 5000 mAh ব্যাটারি সাথে আছে 18W এর চার্জার।






এখন মনে হয় আপনি আপনার পছন্দের ডিভাসটি এখান থেকে খুজে নিয়েছে। আপনার বাজেট ও চাহিদা অনুযায়ী কোন ডিভাইসটি আপনি কিনবেন অথবা এখন ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি কোন স্পেসিফিক মডেলের ফুল রিভিউ চান অনশ্যই কমেন্টে জানাবেন।



Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher

Telegram: Emon Bhuiyan

Telegram Channel: Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Earn with Emon

Channel-2: Earn with Evan

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Youtube Channel Image
Android Teacher ইনকাম ভিডিও দেখুন
Subscribe