AI ছবি বিক্রি করে টাকা ইনকাম
কয়েক দিন আগে পর্যন্ত ছবি বিক্রি করে ইনকাম করার জন্য ক্যামেরা ও মোবাইল দিয়ে ছবি তুলতে হতো। তবে AI প্রযুক্তি আসার পর থেকে এই ট্রেন্ড পরিবর্তন হয়েছে। এখন ছবি বিক্রি করে ইনকাম করতে হলে ক্যামেরা বা স্মার্টফোনের প্রয়োজন নেই। শুধু হাতে স্মার্টফোন থাকলেই AI দিয়ে ছবি তৈরি করে সেই ছবি বিভিন্ন Stock Image সাইটে আপলোড করে প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আজকের পোষ্ট AI ইমেজ তৈরি করা থেকে শুরু করে কোথায় বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন ও ভবিষ্যতে AI ইমেজ দিয়ে প্যাসিভ ইনকাম করা যাবে কিনা এসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
AI ইমেজ কি ও কিভাবে AI ইমেজ তৈরি করা হয়?
AI (Artificial Intelligence) এর ব্যবহার এখন সর্বত্র। হিউম্যান এক্টিভিটির একটি বিরাট জায়গা দখল করে ভবিষ্যতে নিজের শক্ত ও পাকা অবস্থান তৈরি করছে AI। যারা AI এর সঠিক ব্যবহার করছে তারা প্রতি মানে প্যাসিভ ইনকাম করছে তাও লক্ষ টাকা। AI দিয়ে মনের মত ছবি তৈরি করা যায়। যেকোন ধরনের ইমেজ এর ডিটেইলস লিখলেই AI সেই ডিটেইলের উপর ভিত্তি করে রিয়েলিষ্টিক ইমেজ তৈরি করে দেয়। যে ডিটেইলেই উপর AI ছবি তৈরি করবেন তাকে Prompt বলা হয়। অর্থাৎ আপনি AI ইমেজ তৈরি করে এমন ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট Prompt লিখে দিলে ছবি তৈরি হয়ে যাবে।
AI ইমেজ বিক্রি করার জন্য সেরা কিছু প্লাটফর্ম
AI ইমেজ বিক্রি করার জন্য জনপ্রিয় কিছু মার্কেটপ্লেস রয়েছে। এসব মার্কেটপ্লেসে আগে AI ইমেজ বিক্রি করার কোন সুযোগ ছিলো না। তবে ব্যপক চাহিদা, হাই রেজুলেশন ও চাহিদা মত ছবির উপর বিবেচনা করে এখন এসব মার্কেটপ্লেসে AI ইমেজ বিক্রির অপশন চালু করেছে। যেহেতু AI দিয়ে যেকোন ছবি তৈরি করা সম্ভব তাই সকল ক্যাটাগোরিতে আপনিও ইমেজ তৈরি করতে পারবেন। নিচে AI ইমেজ সেল করার জন্য জনপ্রিয় ও বিশ্বস্ত কিছু ওয়েবসাইট দেয়া হয়েছে।
- Shutterstock - এখান থেকে রয়্যালটি ইনকাম করা সম্ভব।
- Adobe Stock - যারা ডিজিটাল ক্রিয়েটর ও কন্টেন্ট কিয়েটর তাদের জন্য সেরা প্লাটফর্ম
- Etsy - ডিজিটাল পণ্য বিক্রি করার জন্য সেরা প্লাটফর্ম
- Fiverr ও Upwork - Fiverr ও Upwork ছাড়াও আরও বেশ কিছু ফ্রিলান্সিং মার্কেটপ্লেস রয়েছে ইমেজ বিক্রি করার জন্য।
- Creative Fabric - ডিজিটাল ডিজাইন ও গ্রাফিক্স ডিজাইন বিক্রি করার জন্য জনপ্রিয় মাধ্যমে।
0 মন্তব্যসমূহ