আপনারা অনেকেই টেলিগ্রাম থেকে টাকা ইনকাম করতে চান। তবে সঠিক পদ্ধতি না জানা থাকার কারনে আপনারা ইনকাম করতে পারছেন না। যারা বুঝে কিভাবে টেলিগ্রাম একাউন্ট কাজে লাগিয়ে টাকা ইনকাম করা যায় তারা ঠিকি নতুন একাউন্ট খুলে ইনকাম করছে। টেলিগ্রাম বট থেকে ইনকাম করার প্রতি অনেকের আগ্রহ রয়েছে। তবে টেলিগ্রাম বট থেকে ইনকাম করা অনেক সময় সাপেক্ষ বেপার। নতুন অবস্থায় টেলিগ্রাম বট মাইনিং করে ইনকাম করারটাও ঠিক হবে না।কারন টেলিগ্রাম বট মাইনিং যেহেতু সময় সাপেক্ষ তাই আপনি হয়তো আগ্রহ হারিয়ে ফেলতে পারেন।
তবে টেলিগ্রাম থেকে ইনকামের আরও বেশ কিছু উপায় রয়েছে। এখন টেলিগ্রামে মাইক্রোজব করে ইনকাম করা যায়। অর্থাৎ মাইক্রোজব সাইটে যেমন আমরা ছোট ছোট কাজ করি তেমনি টেলিগ্রাম বটেও মাইক্রোজব করা যায়। এসব মাইক্রোজব সাইটের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ফলো করে টাকা ইনকাম করা। যেকোন আইডি ফলো করবেন ও স্ক্রিনশট জমা দিবেন। ৫ মিনিটে পেমেন্ট পাবেন। লাইক ফলো করে ইনকাম করতে চাইলে নিচের পোষ্ট পড়ে শিখে নিন।
এখানে পড়ুনঃ টেলিগ্রাম থেকে ৩০০৳ - ৪০০৳ দৈনিক ইনকাম
আজ টেলিগ্রাম থেকে ইনকামের নতুন পদ্ধতি শেয়ার করবো। যদি আপনি টেলিগ্রাম থেকে ইনকাম করতে চান তাহলে আজকের এই সাইট মিস করবনে না। আজকে নতুন মাইনিং বট শেয়ার করবো। তবে এটা প্ন্য সব বট থেকে সম্পুর্ন আলাদা। পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে মাস বা বছর অপেক্ষা করতে হবে না। আপনি যা ইনকাম করবেন তাই উইথড্র করতে পারবেন। এখানে আপনাকে মূলত আপনাকে ডায়মন্ট মাইনিং করতে হবে। মাইনিং বটে জয়েন করতে নিচে ক্লিক করুন।
বটে জয়েন হওয়ার পর ইমেজ ভেরিফিকেশ্ন কমপ্লিট করুন। এরপর বটে প্রবেশ করবেন। এখানে আপনি মাইনিং প্রজেক্টের মত মাইনিং করবেন, টাস্ক কমপ্লিট করবেন। প্রতি ৮ ঘন্টা পর পর আপনি মাইনিং করে ১০ ডায়মন্ড পাবেন। আপনি যদি ১২ জনকে রেফার করতে পারেন তাহলে সাথে সাথে রেফার বোনার উইথড্র করতে পারবেন। এই বট নিয়ে বিস্তারিত ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিও ২টা পার্টে হবে। ১ম পার্টে কাজ ও ২য় পার্টে উইথড্র প্রসেস দেখানো হবে।
Follow:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Facebook Page: Android Teacher
Telegram: Emon Bhuiyan
Telegram Channel: Android Teacher
YouTube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Earn with Emon
Channel-2: Earn with Evan
0 মন্তব্যসমূহ