এ মাসেই স্যামসাং তাদের বেশ কয়েকটি নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। যার মধ্যে Samsung A56 মডেল অন্যতম। ইতমধ্যে Samsung A56 মডেলের নিয়ে আগ্রহীদের মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে। কেমন স্পেসিফিকেশন থাকছে Samsung A56 এ? কত দাম হতে পারে? ইতমধ্যে জানা গেলো Samsung A56 এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও প্রাইস। আশা করা যাচ্ছে Samsung A56 মিড রেঞ্জ প্রাইসের মধ্যে প্রিমিয়াম ফিল পাওয়া যাবে।
এছাড়াও Samsung তাদের নতুন স্মার্টফোনের ডিজাইনের উপর বেশ উন্নতি করেছেন। মিড রেঞ্জ থেকে হাই রেঞ্জ যেকোন মডেলের Samsung স্মার্টফোনে দারুন ও আকর্ষনীয় ডিজাইন দেয়া হচ্ছে। যা ব্যবহারকারদের মধ্যে প্রাইজ ভেরিয়েন্টের বেপারটা চাপা পরছে। এক নজরে দেখে নেয়া যাক Samsung A56 এর স্পেসিফিকেশন ও সম্ভাব্য দাম কেমন হবে?
Samsung A56 স্পেসিফিকেশন
প্রসেসরঃ
- Octa-core,
- Chipset - Exynos 1580
- CPU - Xclipse 540
- Android version - 15, One UI 7
ডিস্প্লেঃ
- 6.7 inch Super AMOLED, 1080x2340 pixels, Corning Gorilla Glass Victus+
ক্যামেরাঃ
- Main Camera Triple: 50 MP, 12 MP, 5MP
- Font Camera: 5MP
- LED flash, Penorama, HDR
- 4K (30fps), 1080p 30/60 fps
ব্যাটারিঃ
- 5000 mA with 45W charger. Non removable Li-po
0 মন্তব্যসমূহ