Amazon Affiliate করে মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা ইনকাম

Amazon Affiliate করে মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা ইনকাম




অনলাইন থেকে প্যাসিভ ইনকামের অন্যতম সেরা মাধ্যম Affiliate Marketing। আপনি ফ্রি ব্লগ সাইট ব্যবহার করে Affiliate Marketing করতে পারেন। যেখানে আপনার ব্লগিং এর জন্য কোন দক্ষতা দরকার হবে না।Affiliate Marketing করার জন্য সেরা ওয়েবসাইট হচ্ছে Amazon Affiliate Marketing। আজকের পোষ্টে শিখিয়ে দিবো কিভাবে Amazon Affiliate Marketing করে আজীবন প্যাসিভ ইনকাম করবেন।



Amazon Affiliate Marketing কি?

Amazon Affiliate Marketing হল এমন এক ধরনের পণ্য বিপণন পদ্ধতি, যেখানে আপনি অ্যামাজনের বিভিন্ন প্রণ্য বিক্রি করে কমিশনের মাধ্যমে উপার্জন করতে পারবেন। যখন কোন গ্রাহক/ক্রেতা আপনার লিঙ্কে ক্লিক করে অ্যামাজন থেকে কোন পণ্য কিনবে তখন আপনি কমিশন পাবেন। Affiliate Marketing প্রকৃয়ায় আপনাকে কোন পণ্য উৎপাদন বা সরাসরি কাস্টমারের কাছে গিয়ে বিক্রি করতে হবে না।






Amazon Affiliate Marketing শুরু করবেন কিভাবে?

Amazon Affiliate Marketing শুরু করার জন্য আপনাকে কয়েকটা ধাপ সঠিকভাবে অনুসরন করতে হবে।


১. Amazon Associates Program- এ সাইন আপ করুন

সর্ব প্রথম আপনাকে অ্যামাজনের Amazon Associates Program- এ সাইন আপ করতে হবে। Amazon Associates ওয়েবসাইটে গিয়ে একাউন্ট খুলতে হবে। সাইন আপ করার সময় আপনাকে বেশ কিছু তথ্য দিতে হবে। যেখানে আপনার ওয়েবসাইটের লিঙ্কও দিতে হবে। তাই সাইন আপ করার পূর্বে blogger.com এ  গিয়ে ফ্রি ব্লগ সাইট খুলে নিবেন। এরপর প্রোফাইলে গিয়ে আপনার টেক্স ও পেমেন্ট গেটওয়ে সেটআপ করতে হবে।


২. নিস নির্বাচন করুন

একজন এফিলিয়েট মার্কেটার চাইলে একাধিক নিস বা বিষয় নিয়ে পণ্য মার্কেটিং করতে পারেন। তবে এসব ক্ষেত্রে ট্রেন্ডিং ও নিত্য পণ্য নিয়ে কাজ করলে ইনকাম বেশি হয়। নিচে কিছু জনপ্রিয় নিসের উদাহরন দেয়া হল। এখান থেকে আপনি এক বা একাধিক নিস নিয়ে কাজ করতে পারেন।

  • Tech Gadgets
  • Fitness Equipment
  • Fashion & Lifestyle
  • Health & Wellness
  • Cameras & Photography


বর্তমানে পৃথিবীর মানুষ স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন। তাই আমার পরামর্শ থাকবে Health & Wellness নিস নিয়ে কাজ করা ভাল হবে।





৩. ভাল মানের কন্টেন্ট লিখুন

যে পণ্যের এফিলিয়েট করবেন সে পণ্য সম্পর্কে আপনাকে বিস্তারিত রিসার্চ করতে হবে। উক্ত পণ্য ব্যবহার করলে ক্রেতা কিভাবে উপক্রিত হবে, কতটা উপক্রিত হবে, বিস্তারিত পণ্যের রিভিউ ইত্যাদি তথ্য যুক্ত করে পোষ্ট লিখতে হবে। কিভাবে কোন পণ্যের রিভিউ লিখতে হবে তা জানার জন্য বিভিন্ন পণ্য রিভিউ ওয়েবসাইট ভিসিট করতে পারেন।


৪. অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করুন

Amazon Associates Program-এ আপনার একাউন্ট খোলা হয়ে গেলে যেকোন পণ্যের অ্যাফিলিয়েট করতে পারেন। যেকোন পণ্যের অ্যাফিলিয়েট লিঙ্ক পেতে পণ্যের উপর ক্লিক করুন তারপর ডান পাশে উপরের Get Link এ ক্লিক করলে অ্যাফিলিয়েট লিঙ্ক পাবেন। এখন আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ম অনুসরন করে লিঙ্ক মার্কেটিং করতে হবে। আপনার এই লিঙ্কে ক্লিক করে কাস্টমার পণ্য কিনলে একাউন্টে কমিশন এড হবে।


৫. ভিসিটর কিভাবে পাবেন

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশজন SEO (Search Engine Optimization)

আপনার ব্লগ পোষ্টে ভিসিটর পেতে চাইলে আর্টিকেল লেখার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে লিখতে হবে

  • আর্টিকেলে সঠিক কীওয়ার্ড ব্যবহার করা
  • Meta description ও headings (H1, H2, H3) ঠিকমত ব্যবহার করা
  • পণ্যের আকর্ষনির ছবি ও পারলে রিভিউ ভিডিও যুক্ত করা
  • পোষ্টে ইন্টার লিঙ্কিং করা


সোস্যাল মিডিয়া মার্কেটিং

Facebook, Twitter, Pinterest এ পোষ্ট শেয়ার করুন। এসন সাইটে পোষ্ট শেয়ার করলে বেশি ভিসিটর পাওয়া যাবে। এছাড়া ফেসবুকে অনেক পাব্লিক গ্রুপ রয়েছে। আপনার নিসের সাথে মিলিয়ে এসব পাব্লিক গ্রুপ খুজে বের করতে হবে। গ্রুপে পণ্যের বিবরন সহ পোষ্ট করলে বেশি সেল পাওয়া যাবে।


ইমেইল মার্কেটিং

গুগলে সার্চ করে আপনি ইমেল এক্সট্রাক্ট করুন, অবশ্যই নিস রিলেটেড। এখন এআই দিয়ে একটি মার্কেটিং এর জন্য ইমেইল টেমপ্লেট তৈরি করে নিতে পারেন। টেমপ্লেট এডিট করে আপনার সাইট লিঙ্ক ব্যবহার করুন।


ভিডিও মার্কেটিং

আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে ভিডিও কন্টেন্ট বানিয়ে চ্যানেল আপলোড করে মার্কেটিং করতে পারেন। ভিডিওতে পণত সম্পর্কে বিস্তারিত বিবরন দিতে হবে। ভিডিও আপলোড করার সময় আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক ভিডিওর ডেস্ক্রিপশনে ও পিন কমেন্টে যুক্ত করে দিতে হবে।


কিছু বিষয় জানুন

Amazon Affiliate Marketing করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় অবশ্যই জানা প্রয়োজন। প্রথমে জানা প্রয়োজন কোন পণ্য সেল করলে আপনি কত কমিশন পাবেন।

ইলেকট্রনিক্স: ২-৩%

বই: ৪-৫%

ফ্যাশন: ৮-১০%

হেলথ ও ফিটনেস: ৬%


আপনার লিঙ্কে ক্লিক করে ২৪ ঘন্টার মধ্যে ক্রেতা পণ্য কিনলে আপনি কমিশন পাবেন। ক্রেতা যদি ২৪ ঘন্টার মধ্যে আপনার লিঙ্কে ক্লিক করে কোন পণ্য তার শপিং কার্টে এড করে তাহলে সে ৮৯ দিনের মধ্যে কিনলে আপনি কমিশন পাবেন। কিন্তু ২৪ ঘন্টার পর আপনার লিঙ্কে ক্লিক করে নতুনভাবে কেনাকাটা শুরু করলে আপনি কমিশন পাবেন না।


 

Affiliate Marketing করে ইনকামের জন্য সবার আগে আপনাকে ধৈর্য ধরতে হবে। প্যাসিভ ইনকাম করতে চাইলে এক দিনে সফল হওয়া যায় না। ভাল কন্টেন্ট লেখার প্রতি মনোযোগী হতে হবে। পোষ্টের এসইও করতে হবে। নিস বাছাই করার পর আপনাকে পণ্যের অর্ডিয়েন্স টার্গেট করতে হবে। ভুল অর্ডিয়েন্স টার্গেট করলে আপনি কখনই সেল পাবেন না। সব শেষে আপনার সততার সাথে মার্কেটিং চালিয়ে যেতে হবে। পণ্য নিয়ে অতিরঞ্জিত পোষ্ট বা লোভনীয় বিবরন দেয়া থেকে বিরত থাকতে হবে।



 Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher

Telegram: Emon Bhuiyan

Telegram Channel: Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Earn with Emon

Channel-2: Earn with Evan

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Youtube Channel Image
Android Teacher ইনকাম ভিডিও দেখুন
Subscribe