পার্কার সোলার প্রোব মানুষের তৈরি সবচেয়ে দ্রুত গতির বস্তু এবং সূর্য্যের সবচেয়ে কাছে যাওয়া বস্তু। সূর্য্যের পৃষ্ঠের তাপমাত্রা ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস। তাহলে এতো উচ্চ তাপমাত্রায় পার্কার সোলার প্রোব কিভাবে টিকে ছিলো। সূর্য্যের এই উচ্চ তাপমাত্রার জন্যই পার্কার সোলার প্রোব মিশনে ৬০ বছর সময় লেগেছে। পার্কার সোলার প্রোব এর সাইন্টিফিক ইন্ট্রুমেন্ট সম্পর্কে জানতে পারলেই বোঝা যাবে কিভাবে উচ্চ তাপমাত্রা সহ্য করে এই পার্কার সোলার প্রোবটি তার সূর্য্যের এতো কাছে গিয়েছে।
পার্কার সোলার প্রোবে চার ধরনের সাইন্টিফিক ইন্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে।
- Electro Magnetic Fields Investigation (FIELDS)
- Integrated Science Investigation of the Sun (ISOIS)
- Wide-Field Imager for Solar Probe (WISPR)
- Solar Wind Electrons Alphas and Protons (SWEAP)
এসব সাইন্টিফিক ইন্ট্রুমেন্ট সঠিকভাবে কাজ করার জন্য সোলার প্রোবটির সামনে কার্বনের মাধ্যমে তৈরি করা একটি Heat Shield রয়েছে। এই Heat Shield অংশটি সর্বক্ষন সূর্য্যের দিকে মুখ করিয়ে রাখা রয়েছে। Heat Shield এর পেছনে থাকা সাইন্টিফিক ইন্ট্রুমেন্টগুলুর তাপমাত্রা থাকবে মাত্র ২৯ ডিগ্রি সেলসিয়াস। এখন দেখা যাক এই চারটি ইন্সট্রুমেন্টের কাজ কি?
Electro Magnetic Fields Investigation (FIELDS): এটি সূর্য্যের Atmosphere এর Electric ও Magnetic field পরিমাপ করবে। এ জন্য Space Craft এর সামনে ২ মিটার সমান চারটি এন্টেনা রাখা হয়েছে। এই এন্টেনাগুলু Space Craft এর চারপাশের Electric field পরিমাপ করবে। Space Craft এর পেছে পঞ্চম এন্টেনা রাখা হয়েছে । যেটি ইলেক্ট্রিক ফিল্ডের High Frequency এর 3D Picture Capture করবে।
Integrated Science Investigation of the Sun (ISOIS): এটি সূর্য্য থেকে নির্গত ইলেক্ট্রন, প্রোটন ও হেভি আয়রন পর্যবেক্ষন করবে। এই এনার্জেটিক পার্টিকেল গুলুই মূলত সৌর ঝড়ের সময় পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড প্রভাবিত করে।
Wide-Field Imager for Solar Probe (WISPR): WISPR একটি অপটিক্যাল টেলিস্কোপ। পৃথিবীর মত সূর্য্যের বায়ুমন্ডলেও লেয়ার রয়েছে। সূর্য্যের প্রথম লেয়ার হচ্ছে Corona, যার পাপমাত্রা ১০ লক্ষ ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে। পার্কার সোলার প্রোব সূর্য্যের বায়ুমন্ডলের প্রথম লেয়ার Corona অংশে প্রবেশ করানো হয়েছে। WISPR এর কাজ হচ্ছে Corona ছবি তোলা। এর মাধ্যমে Corona তে ঘটা বিভিন্ন ঘটনার ছবি পাওয়া যাবে জানা যাবে।
Solar Wind Electrons Alphas and Protons (SWEAP): SWEAP সৌর ঝড়ে থাকা ইলেক্টন, প্রোটন ও হিলিয়াম আয়নের বিভিন্ন প্রোপার্টিস যেমন-বেগ, ঘনত্ব, তাপমাত্রা ইত্যাদি পরিমাপ করবে। ২০১৮ সালে লঞ্চ করা পার্কার সোলার প্রোব ২০২৪ সালের ২৪ ডিসেম্বর সূর্য্যের সবচেয়ে কাছে যায়। যাকে সূর্য্য স্পর্শ করার সাথে তুলনা করা হয়।
0 মন্তব্যসমূহ