Sproutgigs নাকি Microworkers কোনটা সেরা Micro Job Site সাইট?

Sproutgigs নাকি Microworkers কোনটা সেরা Micro Job Site সাইট?




যারা মাইক্রো ফ্রিলান্সিং করে ইনকাম করছেন এবং একই সাথে একাধিক Micro Job সাইটে কাজ করছেন বিশেষ করে যারা Sproutgigs ও Microworkers নিয়ে কাজ করতে চান বা নতুন কাজ করছেন তাদের একটা প্রশ্ন সব সময় থাকে যে কোন সাইটে কম কাজ করে বেশি ইনকাম করা যায়? কোন সাইটে কাজ বেশি থাকে কোন সাইট দ্রুত পেমেন্ট করে? আজকে মূলত Sproutgigs ও Microworkers এই দুইটা সাইটে ওয়েবসাইট ভিসিটে কাজ নিয়ে কথা বলা হবে। ওয়েবসাইট ভিসিটের কোন সাইট বেশি পেমেন্ট করে Sproutgigs নাকি Microworkers?








Sproutgigs সেরা মাইক্রোজব সাইট এতে কোন সন্দেহ নেই। Sproutgigs একজন স্কিল মাইক্রো ফ্রিলান্সার $10 ডলার পর্যন্ত দৈনিক ইনকাম করে। কারন কাজ করতে করতে তাদের দক্ষতা অনেক গুনে বৃদ্ধি পেয়েছে। Sproutgigs এ ওয়েবসাইট ভিসিটের কাজ SEO + Promote Content + Engage 1x। এই জবে মূলত যে কাজ করতে হয়ে তা হলোঃ


  • একটা ওয়েবসাইটে যেতে হবে
  • ৮ থেকে ১০টা পোষ্ট ভিসিট করতে হবে
  • পোষ্টের ভেতরে থেকে কোড খুজে বের করতে হবে।
  • বিজ্ঞাপনে ক্লিক করতে হবে
  • বিজ্ঞাপন সাইটে ১ মিনিট থাকতে হবে ও আরও দুইটা আলাদা পেজে ভিসিট করতে হবে।






অর্থাৎ একটা জব করতে প্রায় ৫ থেকে ৭ মিনিট লাগবে। একজন মাইক্রো ফ্রিলান্সারের জন্য এটা অনেক সময়। কারন এই জবের জন্য মাত্র ৩৳ পেমেন্ট করা হয়। এতো সময় দেয়ার পর এতো কম ইনকাম এটা মাইক্রো ফ্রিলান্সারের জন্য খুবই ব্যয়বহুল।








Microworkers এর ওয়েবসাইট ভিসিটের সাথে Sproutgigs এর কাজের কোন তুলনা করা যায় না। কারন যেখানে Sproutgigs ওয়েবসাইট জব একটা করতে সময় লাগে ৫ থেকে ৭ মিনিট, ১০টা পেজ ভিসিট করতে হয়, বিজ্ঞাপনে ক্লিক করতে হবে ৩ট আলাদা প্রুভ জমা দিতে হয় সেই তুলনায় Microworkers এ মাত্র একটা পেজ ভিসিট করতে হয় । একটা জব করতে সময় লাগে মাত্র ১ মিনিটের কম। সেই তুলনায় পেমেন্টও দ্বিগুন।









তবে এখানে Sproutgigs এক দিক থেকে এগিয়ে আছে। Sproutgigs এ ওয়েবসাইট এ ওয়েবসাইট ভিসিট জব Microworkers এর চেয়ে অনেক বেশি থাকে। যদিও Microworkers এ প্রতিনিয়ত অল্প অল্প করে ওয়েবসাইট ভিসিট জব পোষ্ট হয়। তবে আমি মনে করি দুইটা সাইটেই কাজ করা উত্তম। যেহেতু দুইটা সাইটই সেরা ও ট্রাষ্টেট।




Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher

Telegram: Emon Bhuiyan

Telegram Channel: Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Earn with Emon

Channel-2: Earn with Evan


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ