টেলিগ্রাম এখন আর শুধু চ্যাট/কলিং এর মধ্য সীমাবদ্ধ নেই। এই টেলিগ্রাম অ্যাপ দিয়ে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করা যায়। যেমন টেলিগ্রাম গ্রুপ, চ্যানেল, বট। আপনার যদি টেলিগ্রাম আইডি থাকে তাহলে এই তিন পদ্ধতি বা এর যেকোন একটি পদ্ধতি কাজে লাগিয়ে প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন দেখা যাক কিভাবে আপনার টেলিগ্রাম আইডি দিয়ে প্রতি মাসে ইনকাম করবেন। শেষে এমন উপায় শেয়ার করবো যেভাবে আপনি নতুন একাউন্ট দিয়ে ইনকাম করতে পারবেন।
টেলিগ্রাম গ্রুপ: টেলিগ্রামে গ্রুপ বানিয়ে ইনকাম করার উপায়। আপনার যদি টেলিগ্রাম গ্রুপ থাকে এবং গ্রুপে ৫ হাজারের বেশি মেম্বার থাকে তবে গ্রুপ থেকে ইনকাম করতে পারবেন। কিভাবে? আপনার টেলিগ্রাম গ্রুপে অনেকে স্পন্সর অফার করবে। হতে পারে কোন প্রডাক্ট বা সেবা। যার বিনিময়ে সে কোম্পানি আপনাকে এককালীন অথবা কন্টাক্টের মাধ্যমে টাকা প্রদান করবে। কো টেলিগ্রাম গ্রুপে ৫০ হাজার মেম্বার থাকলে সেই গ্রুপ থেকে মাসে ৫০ থেকে ৭০ হাজার টাকা স্পন্সরের মাধ্যমে আয় করা সম্ভব।
টেলিগ্রাম চ্যানেল: চ্যানেল শুনে অনেকে মনে করতে পারেন ইউটিউবের মত ভিডিও আপলোড। বিষয়টা মোটেও এমন নয়। তবে ইনকামের উপায় একই। ইউটিউব চ্যানেল যেমন মনিটাইজেশন বা বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম হয় টেলিগ্রাম চ্যানেলও মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম হয়। টেলিগ্রাম চ্যানেলে মাত্র এক হাজার সাবস্ক্রাইবার হলেই মনিটাইজেশন পাওয়া যায়। এখন প্রশ্ন আসে টেলিগ্রাম চ্যানেলে কি পোষ্ট করতে হবে। টেলিগ্রাম চ্যানেলে আপনি যেকোন কিছু শেয়ার করতে পারেন ছবি, লেখা, ভিডিও ইত্যাদি। তবে কপি পোষ্ট হলে মনিটাইজেশন পাওয়া যায় না
টেলিগ্রাম বট: টেলিগ্রাম বট দিয়ে ইনকাম করা কিছুটা কষ্টকর হতে পারে। তবে বট বানিয়ে একবার ভাইরাল করতে পারলে প্রচুর ইনকাম করা সম্ভব। আপনি যেকোন বট তৈরি করতে পারেন। ইউটিউব থেকে দেখে টেলিগ্রাম বট বানিয়ে ইনকাম শুরু করুন।
উপরের তিনটি উপায়ে ইনকাম করতে হলে আপনাকে সময় নিয়ে ধৈর্য ধরতে হবে। গ্রুপ্ব চ্যানেলে মেম্বার জয়েন করাতে হবে। তবে সেই ধৈর্য ধরে কাজ করলে আপনি অবশ্যই সফল হবেন। এবার চলুন দেখা যাক টেলিগ্রাম আইডি খুলে সাথে সাথে কিভাবে ইনকাম করবেন।
মাইক্রোজব: মাইক্রোজব বা ছোট ছোট কাজ। অনলাইনে প্রচুর মাইক্রোজব সাইট রয়েছে এসব সাইটে প্রতিনিয়ত টেলিগ্রামের কাজ পাওয়া যায়। যাদের টেলিগ্রাম গ্রুপ ও চ্যানেলে মেম্বার প্রয়োজন হয় তারা মেম্বার কেনার জন্য এসব সাইটে পোষ্ট করে। আপনি যেসব চ্যানেল ও গ্রুপে জয়েন হয়ে টাকা ইনকাম করতে পারেন।
তাই যদি টেলিগ্রাম আইডি থাকে তাহলে এখনই কাজ শুরু করে দেন। আর না হলে আইডি খুলে টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপ খুলে কাজ শুরু করুন। ধৈর্য ধরে চালিয়ে যান ইন-শাহ-আল্লাহ সফল হবেন।
Follow:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Facebook Page: Android Teacher
Telegram: Emon Bhuiyan
Telegram Channel: Android Teacher
YouTube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Earn with Emon
0 মন্তব্যসমূহ