ক্লাউড ষ্টোরেজে স্মার্টফোনের ছবি ও ভিডিও ষ্টোর করা না থাকলে সেগুলু ডিলিট হয়ে গেলে খুব ঝামেলায় পরতে হয়। জীবনের প্রিয় মূহুর্তকে সৃতি হিসেবে ধরে রাখতে সবাই স্মার্টফোন দিয়ে ছবি ও ভিডিও করে রাখে। মনের ভুলে সেসব ছবি ও ভিডিও ডিলিট হয়ে গেলে সেগুলু ফিরিয়ে আনার জন্য অনেকে অনেক উপায় অবলম্বন করে। তবে আর দুইটা কার্যকরী উপায় শেয়ার করা হবে যা ব্যবহার করলে মুছে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া ছবি/ভিডিও খুব সহজে ফিরিয়া আনা সম্ভব।
১/২ স্মার্টফোন থেকে মুছে যাওয়া ছবি/ভিডিও পুনরুদ্ধারের জন্য প্রথমে গুগল ফটো অ্যাপে প্রবেশ করতে হবে। তারপর নিচে থাকা লাইব্রেরি/অ্যালবান অপশনটি নির্বাচন করতে হবে। এরপর বাম পাশের মেনু থেকে সরাসরি নিচে গিয়ে "বিন" অপশনে ক্লিক করতে হবে। এখানে ডিলিট হওয়া সকল ছবি ভিডিও ষ্টোর করা থাকে। এবার যে সকল ছবি/ভিডিও ফিরিয়ে আনতে হবে তার উপর চাপ দিয়ে ধরে রাখতে হবে। একাধিক হলে একে একে বাছাই করতে হবে। এবার নিচে থাকা রিষ্টোর অপশনে টাচ করলেই সবগুলু গ্যালারিতে চলে যাবে।
২/২ মুছে যাওয়া ছবি ভিডিও গ্যালারি থেকেও রিষ্টোর করা সম্ভব। এজন্য প্রথনে গ্যালারি অ্যাপে প্রবেশ করতে হবে। তারপর অ্যালবাম অপশনে যেতে হবে। তারপর নিচে গিয়ে "Recycle Bin" অপশনটি নির্বাচন করতে হবে। এখানে ডিলিট হয়ে যাওয়া ছবি/ভিডিও ৩০ দিনের জন্য ষ্টোর হয়ে থাকে। যেসব ছবি/ভিডিও রিষ্টোর করতে হবে সেগুলুকে চাপ দিয়ে ধরে সিলেক্ট করতে হবে। এরপর রিষ্টোর অপশনে টাচ করে দিলেই ছবি/ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে।
Facebook : Emon Bhuiyan
Youtube 1 : Android Teacher
Youtube 2 : Earn with Emon
Page : Android Teacher
Telegram : Earn with Android Teacher
0 মন্তব্যসমূহ