হোয়াটসঅ্যাপে একাধিক ব্যাক্তির সাথে গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদান করলে কোন কোন সময় তাদের বার্তা খুজে পাওয়া যায় না। কখনও কখনও তাদের চ্যাট গুরুত্ব না দিয়ে মুছে ফেলা হয়। আর এ নিয়ে অনেকে বিপাকে পরেন। তবে গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের সাথে করা চ্যাট, ফাইল শেয়ার যারে হারিয়ে না যায় এজন্য তাদের চ্যাট পিন করে রাখার সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে।
এর ফলে যেকোন সময় গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের সাথে করা চ্যাট বা ফাইল শেয়ার করে থাকলে খুব সহজে বের করা যাবে। হোয়াটসঅ্যাপের বর্তমান ভার্সনে সর্বোচ্চ ৩টি কন্টাক্ট পিন করা যাবে। তবে হোয়াটসঅ্যাপের নতুন ভার্সন আসার পর ব্যবহারকারীরা ৫টি কন্টাক্ট পিন করার সুবিধা পাবে।
যেভাবে হোয়াটসঅ্যাপের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের বার্তা পিন করতে হয়। প্রথমে হোয়াটসঅ্যাপ-এ অ্যাপ ওপেন করতে হবে। এরপর চ্যাট করা নির্ধারিত ব্যাক্তির নামের উপর ট্যাব করে ধরে রাখতে হবে। উপরে কয়েকটা আইকন উঠবে। সেখান থেকে 'পিন' আইকনে টাচ করতে হবে।
Follow:
Facebook : Emon Bhuiyan
Youtube 1 : Android Teacher
Youtube 2 : Earn with Emon
Page : Android Teacher
Telegram : Earn with Android Teacher
0 মন্তব্যসমূহ