ফেসবুক মার্কেটপ্লেসে এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন
ফেসবুক এখন শুধু যোগাযোগের মাধ্যম নেই। ফেসবুক ভিডিও শেয়ারিং প্লাটফর্ম এখানে ভিডিও আপলোড করে কিছু শর্ত পূরন করে ইনকাম করা যায়। আপনিও চাইলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ভিডিও বানাতে পারেন এবং ফেসবুকে আপলোড করে টাকা ইনকাম করতে পারেন। ফেসবুকে থেকে দুই ভাবে ভিডিও শেয়ার করে আয় করা যায়। বড় ভিডিও এবং ছোট ভিডিও বা রিলস ভিডিও। রিলস ভিডিও আপলোড করে ইনকাম করা খুবই সহজ বেপার। মাত্র অল্প কিছু শর্ত পূরন করেই আপনি চাইলে রিলস ভিডিও আপলোড করে ইনকাম করতে পারেন। আবার আপনি ফেসবুকে পন্য বিক্রি করেও ইনকাম করতে পারবেন। আজকে আমি বলবো কিভাবে অন্যের পন্য ফেসবুকে বিক্রি করে আপনি খুব সহজেই মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা আয় করবেন।
অনেকের ধারনা ফেসবুকে পন্য বিক্রি করতে হলে নিজের শপ থাকতে হয় বা নিজের পন্য থাকতে হয়, কিন্তু বিষটি মোটেও এমন না। আপনি চাইলে অন্যের প্রোডাক্ট এফিলিয়েট মার্কেইটিং করে ফেসবুক মার্কেটপ্লেস থেকে সহজেই আয় করতে পারেন। ফেসবুক মার্কেটপ্লেসে পন্য বিক্রি করার জন্য কোন টাকা লাগবে না। ফেসবুক ফ্রিতে আপনাকে একটা শপ বা দোকান দিবে সেখানে আপনি অন্যের প্রোডাক্ট এফিলিয়েট করতে পারবেন। এখন প্রশ্ন আসতে পারে এফিলিয়েট করার জন্য পন্য কোথায় পাবেন? এমন অনেক ওয়েবসাইট আছে যেসব সাইটের প্রোডাক্ট বিক্রি করার মাধ্যমে আপনি কমিশন নিতে পারবেন। বাংলাদেশিসহ অনেক বিদেশী ওয়েবসাইট আছে। আজ আমি বাংলাদেশী খুব জনপ্রিয় একটা ওয়েবসাইট শেয়ার করবো।
এফিলিয়েট করার জন্য আমি আপনাদের সাথে sohoj affiliate সাইটের কথা শেয়ার করবো। এটি বাংলাদেশের অনেক বড় একটা এইফিলিয়েট সাইট। তাছাড়া sohoj affiliate এর পন্য এফিলিয়েট করলে কমিশন পাওয়া যায় অনেক বেশি। যেমন ১৭০০ টাকার একটা পন্য বিক্রি করলে আপনি ৫০০ টাকা কমিশন পাবেন। এভাবে আপনি দৈনিক ৩টা পন্য বিক্রি করতে পারলে দৈনিক ১৫০০ টাকা ইনকাম হবে। যা মাস শেষে দ্বারাবে ৪৫ হাজার টাকা। তাই আজই sohoj affiliate এর পন্য বিক্রি করুন আপনার ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহার করে।
Follow:
Facebook : Emon Bhuiyan
Page : Android Teacher
Telegram : Earn with Android Teacher
YouTube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Earn with Emon
Channel-3: Jana Ojana
0 মন্তব্যসমূহ