আর্টিকেল লিখে মাসে 3000$ ডলার ইনকাম করুন

আর্টিকেল লিখে মাসে 3000$ ডলার ইনকাম করুন



আপনি যদি একজন প্রফেশনাল আর্টিকেল রাইটার হয়ে থাকেন তাহলে অনলাইন থেকে আর্টিকেল লিখে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। হাজার হাজার টাকার কথা শুনে আপনি হতো একটু বিচলিত হচ্ছেন। ভাবছেন এটা আবার কিভাবে সম্ভব? কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে আপনি বসে বসে ভাবছেন আর যারা ইনকাম করার তারা ঠিকই ইনকাম করছেন। আজ আমি আপনাদের সাথে একটা অসাধারন আর্টিকেল রাইটিং সাইট শেয়ার করবো যে সাইটে আপনি পনি আর্টিকেল লিখে প্রতি মাসে 3000$ ডলার ইনকাম করতে পারবেন। সাইটের নাম writerbay.com। প্রতি মাসে ৫ জন লেখক কট ডলার আয় করছে তার একটা ছবি নিচে দেয়া হলো।







এখানে দেখতে পাচ্ছেন তাদের সাইটে টপ ৫ জন লেখকের মাসে ইনকাম। আপনি চাইলে এই সাইটে আর্টিকেল লিখে প্রতি মাসে আয় করতে পারেন। তবে এজন্য আপনাকে ইংরেজী সম্পর্কে ধারনা থাকতে হবে। কারন ইংরেজীতে আর্টিকেল লিখলে অনেক বেশি টাকা ইনকাম করা যায়। আপনি যদি আর্টিকেল লেখার উপর কিছুটা দক্ষ হয়ে থাকেন তাহলে writerbay আপনার জন্য আদর্শ সাইট যেখানে আপনি আর্টিকেল লিখে মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন। যেহেতু এটা একটা প্রফেশনাল আর্টিকেল রাইটিং সাইট তাই আপনাকে এখানে একাউন্ট খোলার পাশাপাশি একটা ছোট টেস্ট কুইজ দিতে হবে। তবে ভয় পাবার কিছু নেই। সাধারন কিছু প্রশ্নের উত্তর দিতে হবে।




কুইজ দেয়ার পর আপনাকে দুইটা বিষয়ের উপর দুইটা পেরাগ্রাফ লিখতে হবে। পেরাগ্রাফ হতে হবে ১০০-১৫০ শব্দের মধ্যে। আপনি যখন সাইন আপ করবেন তখন আপনাকে এই কাজ গুলু করতে হবে। এ জন্য আপনাকে ১৫ মিনিট সময় দেয়া হবে। এই ১৫ মিনিটের মধ্য নিজের মেধা খাটিয়ে পেরা লিখতে হবে। এর পর আপনাকে একটা রচনা লিখতে দেয়া হবে। আপনাকে তারা রচনার বিষয় বস্তু নির্ধারন করে দিবে এবং বিষয়ের উপর ২৭৫ থেকে-৩৫০ শব্দের মধ্যে এই রচনা লিখে তাদের কাছে সাবমিট করতে হবে।




চতুর্থ ধাপে আপনার নিজের দক্ষতা তাদের দেখনোর জন্য আপনাকে একটা পূর্বের কাজ জমা দিতে হবে। এটা আপনি চাইলে নাও দিতে পারেন। তবে আপনি যদি পূর্বে করা কোন কাজ জমা দেন তাহলে আপনার একাউন্ট সম্পূর্ন হবে এবং আপনার দক্ষতা সম্পর্কে তারা জানবে। এর ফলে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। যেহেতু এটা প্রফেশনাল সাইট আপনাকে একাউন্ট খোলা থেকে শূরু করে সব টেস্ট দেয়া পর্যন্ত প্রত্যেকটা ধাপ নির্ভুল্ভাবে সম্পন্ন করতে হবে। বিস্তারিত ভিডিওতে দেয়া আছে ভিডিওটি সম্পূর্ন দেখুন ও চ্যানেলে সাবস্ক্রাইব করুন।







Follow:

Facebook: Emon Bhuiyan

Page         : Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Jana Ojana

Channel-3: Earn with Emon

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ