আমরা সাধারন মোবাইল দিয়ে যেভাবে ছবি তুলি সেই ছবি কারও সাথে শেয়ার করতে চাই না। ছবিটা একটু সুন্দর করে এডিট করে তারপর সবার সাথে শেয়ার করা ও সোস্যাল মিডিয়া একাউন্টে শেয়ার করলে সুন্দর দেখায়। কিন্তু সাধারন নরমাল মোবাইল দিয়ে ছবি তুললে ছবি ততটা সুন্দর হয় না। কিন্তু যদি DSLR ক্যামেরা দিয়ে তোলা যায় তাহলেতো কোন কথাই নেই।
তবে সবারতো আর এতো টাকা দিয়ে ক্যামেরা কেনার সামর্থ থাকে না। তবে আপনি চাইলে আপনার মোবাইল দিয়ে তোলা যেকোন সাধারন নরমাল ছবিকে DSLR ক্যামেরার ছবির মত সুন্দর করতে পারেন। অনেকে বলতে পারেন নরমাল ক্যামেরায় তোলা ছবি DSLR ক্যামেরার ছবির মত করতে ভাল অ্যাপ লাগে এডিটিং এ অনেক দক্ষ হতে হয়।
কিন্তু না আজকে আপনাদের সাথে অসাধারন একটা অ্যাপের কথা শেয়ার করবো এই অ্যাপ দিয়ে আপনি আপনার মোবাইল দিয়ে তোলা যেকোন নরমাল ছবিকে DSLR ক্যামেরার মত এডিট করতে পারবেন। মজার বেপার হলো এজন্য আপনাকে এডিটিং জানতে হবে না। অ্যাপের AI আপনার ছবিকে DSLR ক্যামেরার মত ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবিকে আকর্ষণীয় করে তুলবে। আপনার কাজ সুধু ছবিটা অ্যাপে আপলোড করা বাকি কাজ অ্যাপের উপর ছেড়ে দিন।
অ্যাপটি ইনষ্টল করার জন্য নিচে দেয়া লিংকে ক্লিক করুন। ইনষ্টল হওয়ার পর ওপেন করুন প্রথমে কয়েকটা পার্মিশন চাইবে পার্মিশনগুলু দিয়ে দিন। এবার আপনার গ্যালারি থেকে ছবি নির্বাচন করুন। অ্যাপটি আপনার ছবিতে থাকা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। এবার একটু নিচে ব্লার অপশন পাবেন এখানে টাচ করুন। ব্লার নিজের মত করে Adjust করে দিন যাতে ছবিটা Realistic লাগে। তারপর ছবি গ্যালারিতে সেভ করুন।
0 মন্তব্যসমূহ