সিম চালাবে অন্য কেউ বিপদ আপনার ঘাড়ে
বাজারে সিমের বাহুল্যতা, দামে কম ও লোভনীয় অফারের কারনে প্রায় প্রত্যেক মোবাইল ব্যবহারকারী একাধীক সিম ব্যবহার করে থাকে। একাধীক সিম ব্যবহার করলেও সর্বোচ্চ একটি বা দুটি নাম্বার নিয়মিত ব্যবহার করে। আর বাকি সিম বন্ধ অবস্থায় পরে থাকে। বাংলাদেশে সিম বায়োমেট্রিক নিবন্ধন চালু করার পর থেকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) নিয়ম অনুযায়ী একজন গ্রাহক তার জাতীয় পরিচয় পত্র দিয়ে ১৫টার বেশি সিম ক্রয় করতে পারবে না। তবে একটা সিম কতদিন ব্যবহার না করলে সেই সিমের মালিকানা পরিবর্তন হয়ে যায়? মালিকানা বলতে শুধু হাত পরিবর্তন, আপনার নামেই নিবন্ধন থাকবে ব্যবহার করবে অন্য কেউ।
বাংলাদেশে চারটি সিম কোম্পানি রয়েছে, টেলিটক, গ্রামিনফোন, বাংলালিংক ও এয়ারটেল। এই প্রতিষ্ঠানগুলু বিটিআরসি নিয়ম অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করে। একটি সিম অব্যবহৃত হিসেবে পরে থাকলে সিম কোম্পানি সেই সিমটি পূনরায় অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারে। এই নিয়ম চালু করেছে বিটিআরসি।
এভাবে একজনের নামে নিবন্ধিত সিম অন্যকারো কাছে বিক্রি করার ফলে নানা সময় হয়রানির শিকার হচ্ছে সিমের আসল মালিক। অপরাধীরা এসব সিম ব্যবহার করে করছে নানা অপরাধ। এতে ফেসে যাচ্ছে সিমের আসল মালিক। বিটিআরসি এমন নিয়মে অসন্তোষ জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞ ও গ্রাহকরা। কিন্তু তারপরেও বহাল রয়েছে বিটিআরসি এই নিয়ম। এ জন্য সতর্ক থাকতে হবে গ্রাহকদের। জানতে হবে একটা সিম কতদিন বন্ধ থাকলে সিম কোম্পানি মালিকানা পরিবর্তন করে আবার সেগুলু বিক্রি করে।
একটা সিম মোবাইলে থেকে বেশ কিছুদিন খুলে রাখলে সেটাকে বন্ধ সিম হিসেবে ধরা হয়। প্রায়সই দেখবেন সিম কোম্পানিওগুলু বন্ধ সিম চালু করার জন্য নানা রকম অফার দিয়ে থাকে। আসলে এই অফারে মাধ্যমে গ্রাহকদের তাদের বন্ধ সিমের কথা মনে করিয়ে দেয়া হয়। তারপরেও যখন গ্রাহকরা তাদের সিম ব্যবহার না করে তখন বিটিআরসি বেধে দেয়া নির্দিষ্ট সময় সময় পর সেই সিম রিসাইলেক করে বাজারে বিক্রির উদ্দেশ্যে ছেড়ে দেয়। একটি সিম ১৫ মাস বন্ধ থাকলে সেই সিমের মালিকানা পরিবর্তন করে সিম কোম্পানি।
যেহেতু সিম কোম্পানি বৈধভাবেই এই কাজটি করে থাকে তাই এর দায় সম্পূর্ন গ্রাহকের। গ্রাহককে তাদের বন্ধ সিম সম্পর্কে সতর্ক হতে হবে। জানতে হবে তার জাতীয় পরিচয় পত্র দিয়ে কয়টি সিম নিবন্ধন করা। অব্যবহৃত সিম অবশ্যই নিবন্ধন বাতিক করতে হবে। তাই এখনই জেনে কিভাবে চেক করবেন আপনার জাতীয় পরিচয় পত্র দিয়ে কতটি সিম কিনেছে।
এখানে পড়ুনঃ আপনার NID দিয়ে কয়টা সিম রেজিষ্ট্রেশন করা
0 মন্তব্যসমূহ