ফ্যানের গতি কমালেকি বিদ্যুৎ খরচ কমে? এই প্রশ্নের উত্তর বেশিরভাগ মানুষের অজানা। কেউ মনে করে কমে আবার কেউ মনে করেন ফ্যানের গতি কমিয়েয়ে বা বাড়িয়ে ফ্যান চালালে বিদ্যুৎ খরচে কোন তারতম্য ঘটে না। আসুন আজকে জানা যাক ফ্যানের গতি কমানো-বাড়ানোর সাথে বিদ্যুৎ খরচে প্রভাব পরে কি না।
আগের দিনে ফ্যানের গতি নিয়ন্ত্রন করার জন্য যেসব রেগুলেটর ব্যবহার কিরা হতো সেগুলুতে ৪-৫টি ঘর থাকতো এবং শুন্য ঘরে রাখলে ফ্যানে বন্ধ হয়ে যেতো। সেসব রেগুলেটরে ফ্যান কমিয়ে বা বাড়িয়ে চালালেও বিদ্যুৎতের কোন তারতম্য ঘটতো না। অর্থাৎ কমিয়ে ফ্যান ঘোরালে যে বিদ্যুৎ খরচ হতো বাড়িয়ে ঘোরালেও একই খরচ হতো। কারন এ ধরনের রেগুলেটরে ভোল্টেজের মাধ্যমে ফ্যানের গতি নিয়ন্ত্রন করা হতো।
তবে বর্তমানে আধুনিক যেসব রেগুলেটর বের হয়েছে এসব রেগুলেটরে ইলেক্ট্রিক রেজিষ্টার ব্যবহার করা হয়। ইলেক্ট্রিক রেজিষ্টার হলো এমন যন্ত্র বিশেষ যা কোন একটা আউপুট ডিভাউসে প্রবাহিত বিদ্যুৎ কমাতে পারে ও পরিমানম বিদ্যুৎ সাপ্লাই দিতে পারে৷ এই রেজিষ্টার বিদ্যুৎ রেজিষ্টারের মাত্র বাড়িয়ে ফ্যানের গতি কমায়। এতে তাপ উৎপাদন কম হয় ফলে বিদ্যুৎও কম খর হয়।
তাই বিদ্যুৎ খরচ কমাতে হলে আপনাকে ব্যবহার করতে ইলেক্ট্রিক রেজিষ্টার রেগুলেটর। এ ধরনের রেগুলেটর ব্যবহার করলে কমবে বিদ্যুৎ খরচ ও মাসিক বিল কমবে।
0 মন্তব্যসমূহ