বন্ধ হচ্ছে ফেসবুক থেকে আয় করার সুযোগ

বন্ধ হচ্ছে ফেসবুক থেকে আয় করার সুযোগ

ফেসবুক থেকে উপার্জন বন্ধ করছে মেটা কতৃপক্ষ



সম্প্রতি মেটা মালিকানাধীন প্রতিষ্ঠান ফেসবুক থেকে আর করার সুযোগ বন্ধ করতে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন মেটা কর্নধার মার্ক জাকারবার্গ। সম্প্রতি কোম্পানিটি দশ হাজার কর্মী ছাটাই করারও ঘোষনা দিয়েছে।

ফেসবুকের এমন সিদ্ধান্তের কারন হিসেবে বলেন কয়েক বছর ধরে কমেছে ফেসবুকের নিজস্ব আয়। আয়-ব্যায়ের সামঞ্জস্য ফিরিয়ে আনতে কর্মী ছাটাই ফেসবুকে থেকে ব্যবহারকারীদের আয় বন্ধ সহ বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছে মেটা প্রতিষ্ঠান।  

ফেসবুক সর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ফেসবুক রিলস। যেখানে কন্টেন্ট নির্মাতারা ১৫ থেকে ৬০ সেকেন্ডের ভিডিও আপলোড করে ইনকাম করতে পারতো। মেটার নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে রিলস ভিডিও থেকে কন্টেন্ট নির্মাতারা আয় করতে পারবে না। এমন সিদ্ধান্তের উপর কাজ করছে ফেসবুক।

তবে ফেসবুকের In-Steam ads, Live ads, Stars এবং Subscription থেকে আয় করা যাবে৷ এসবের উপর নিষেধাজ্ঞা দেয়নি ফেসবুক। তবে এমন সিদ্ধান্তে নতুন করে ফেসবুক ঘাটায় পরবে কিনা এ নিয়ে চিন্তা করছেন না মার্কের প্রতিষ্ঠান।

ভিডিও:



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ