বিদায় নিচ্ছে ফেসবুক মেসেঞ্জার

বিদায় নিচ্ছে ফেসবুক মেসেঞ্জার

৯ বছর পর চালু করা হচ্ছে ফেসবুকের পুরনো ফিচার




২০১৪ সাল পর্যন্ত ফেসবুকে মেসেজ করা অপশন চালু ছিল। কিন্তু হঠাৎ ২০১৪ সালের পর ফেসবুক কতৃপক্ষ সিদ্ধান্ত নিলো ফেসবুক থেকে মেসেঞ্জার ফিচার উঠিয়ে নেয়ার। যেই ভাবা সেই কাজ। ফেসবুক থেকে মেসেজ ফিচার উঠিয়ে দেয়া হলো। এরপর ফেসবুক ব্যবহারকারীদের কাছে মেসেজ-কল করার জন্য একমাত্র উপায় হিসেবে মেসেঞ্জার বেছে নিতে হলো।

ফেসবুকের এমন সিদ্ধান্তে ব্যবহারকারীরা অনেকটাই হতাস ছিলো। কারন ফেসবুক মেসেজ-কলের জন্য মেসেঞ্জার ছাড়া আর কোন উপায় ছিলো না। ফেসবুক ব্যবহার করা মানে মেসেঞ্জার চালাতেই হবে। এই অভ্যাসের সাথে প্রায় ৯ বছর নিজেদের ভালই মানিয়ে নিয়েছে ফেসবুকাররা।

তবে ৯ বছর পর আবারও ফিরে আসছে ফেসবুকের সেই পুরনো ফিচার। ২০১৪ সাল থেকে মেসেজ ফিচার বাদ দেয়ার পর আবার মেটা কতৃপক্ষ নতুন সিদ্ধান্ত নিলো। আবারও ফেসবুক অ্যাপে যুক্ত করা হবে মেসেঞ্জার ফিচার। এমনই তথ্য জানিয়েছে মেটা মালিকানাধীন ফেসবুক কম্পানি।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে টিকটক সহ বিভিন্ন সামাজিক অ্যাপের সাথে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নেয়ার জন্য ফেসবুক ফের সিদ্ধান্ত নিলো ফেসবুকে অ্যাপে মেসেজ ফিচার চালু করা। টিকটক আসার পর থেকে মেটা মালিকানাধীন ফেসবুককে অনেক চড়াই উতরাই পার হতে হচ্ছে। ফেসবুক থেকে মানুষ ঝুকছে টিকটকের দিকে। এমন সময় ফেসবুকের পুরনো ফিচার ফিরিয়ে আনাকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছেন তারা।

ভিডিও শেয়ারিং এর পাশাপাশি টিকটক আয় করার উৎস। এসবের সাথে নিজেদের স্থান ধরে রাখতে ফেসবুক Reels ফিচার চালু করা হয়েছে ব্যবহারকারীদের করার সুযোগ করেছে ফেসবুক। ফেসবুক পেজ, প্রোফাইলে ছোট ও বড় ভিডিও শেয়ার আয় করা যায়।

আরও পড়ুনঃ 


ভিডিওঃ


Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Jana Ojana

Channel-3: Youtube Explainer

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ