ফেসবুক রিলস মনিটাইজেশন শর্ত

ফেসবুক রিলস মনিটাইজেশন শর্ত

রিলস ভিডিও মনিটাইজেশনের শর্ত কি কি?




ফেসবুক শুধু এখন সামাজিক যোগাযোগ মাধ্যম না। ব্যবহারকারীদের ফেসবুক থেকে টাকা ইনকামের সুযোগ করিয়ে দিয়েছে মেটা মালিকানাধীন এর প্রতিষ্ঠান। সর্ট ভিডিও প্লাটফর্ম টিকটক আসার সাথে সাথে ফেসবুক গ্রাহক হারাতে থাকে। তাই ফেসবুক গ্রাহক ধরে রাখতে টিকটকের মত সর্ট ভিডিও শেয়ার করে টাকা ইনকাম করা সুযোগ করে দিয়েছে ফেসবুক।

সহজ কিছু শর্ত পূরন করে এখন থেকে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে। সম্প্রতি চালু হওয়া ফেসবুকের নতুন ফিচার ফেসবুক রিলস। যেখানে ব্যবহারকারীরা ছোট ভিডিও শেয়ার করে ইনকাম করতে পারবে। গ্রাহকরা রিলস ভিডিও বানিয়ে ভিডিও মনিটাইজ করা মাধ্যমে ইনকাম করতে পারবে। কিভাবে ফেসবুক রিলস থেকে ইনকাম করা যায় ও রিলস ভিডিও থেকে ইনকামের শর্ত কি কি?

রিলস ভিডিও মনিটাইজেশনের শর্ত:

১) ক্রিয়েটরের যদি সর্ট রিলস বানিয়ে ইনকাম করতে চায় তাহলে ভিডিও সর্বনিম্ন ১৫ সেকেন্ড ও সর্বোচ্চ ৬০ সেকেন্ড বা ১ মিনিটের হতে হবে।

২) ভিডিও রেশিও হতে হবে 9:16। 9:16 রেশিওর ভিডিওতে বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করা যাবে।

৩) ভিডিও অবশ্যই Facebook Community Standard ও Facebook Advertising Policy মেনে বানাতে হবে। কোন ভূয়া তথ্য বা Adult Content ও Hate Speech ভিডিও মনিটাইজ হবে না।

৪) রিলস ভিডিওতে বিজ্ঞাপন পেতে হলে ভিডিওর রেশুলেশন অবশ্যই ৭২০ হতে হবে।

৫) ভিডিওর টপিক সু-স্পষ্ট হতে হবে।

এছাড়াও কোন অসামাজিক কার্যকলাপের ধারন করা ভিডিও মনিটাইজেশন পাবে না। এই অপ্ল কিছু শর্ত পূরন করে আপনি এখন আপনার ফেসবুক আইডি থেকে ইনকাম করতে পারবেন।

ভিডিওঃ 



Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher


YouTube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Jana Ojana

Channel-3: Youtube Explainer


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ