মেসেঞ্জারে Seen না করে মেসেজ পড়ার উপায়

মেসেঞ্জারে Seen না করে মেসেজ পড়ার উপায়

না খুলেই পড়ুন মেসেঞ্জারের মেসেজ 


Read messenger chat without open


মেসেঞ্জারে আপনি চাইলেই যেকারো মেসেজ seen না করে বা না খুলেই পড়তে পারবেন। কেউ যখন মেসেঞ্জারে আপনাকে ছবি, ভিডিও বা মেসেজ পাঠাবে তার মেসেজ না খুলে পড়া সম্ভব। আপনাকে কেউ মেসেজ পাঠানোর পর মনে করেন আপনি তার মেসেজ পড়বেন কিন্তু তাকে রিপ্লাই দিবেন না সে ক্ষেত্রে খুব সহজে তার মেসেজ না খুলে পড়বেন অথচ যে পাঠালো যে বুঝবেই না আপনানি তার মেসেজ পড়েছেন।

প্রয়সই আমাদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। মেসেজ না খুলে পড়তে হলে প্রথমে আপনার মেসেঞ্জারে প্রবেশ করুন। তারপর যার মেসেজ না খুলে পড়তে চান তার নামের উপর ট্যাব দিয়ে ধরে রাখুন। এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে Restrict অপশনে টাচ করে দিন।


আরও পড়ুনঃ এইভাবে Whatsapp সুরক্ষিত রাখুন | হ্যাক হবে না


এবার আপনার মেসেঞ্জারের প্রোফাইল আইকনে টাচ করুন। সেখন থেকে থ্রি লাইন আইকনে টাচ করুন এবার Privacy & Safety অপশনে ট্যাব করুন। নতুন পেজে Restriction একটা অপশন দেখতে পাবেন এই Restriction অপশনে ট্যাব করুন। টাচ করার পর যাকে Restrict করেছিলেন তার নাম দেখতে পাবেন নামের উপরে টাচ করুন। এখন আপনি তার মেসেজ পড়ুন কিন্তু সে বুঝতে পারবে না আপনি তার মেসেজ পড়েছেন কি না। অর্থাৎ কাওকে আমরা মেসেজ করলে Seen না করা পর্যন্ত যেভাবে থাকে ঠিক সেভাবেই থাকবে।

মেসেজ পড়ার পর সাথে সাথে Unrestrict করবে না। তাহলে মেসেজ Seen হয়ে যাবে। আপনি যখন মনে করবেন এবার তার মেসেজ seen করা যাবে তখনই Unrestrict করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
ধন্যবাদ
নামহীন বলেছেন…
আমার ফেসবুকের পাসওয়ার্ড মনে নেই