How to find hidden camera
গবেষনা বলছে প'র্ণ সাইটগুলুতে একটা আলাদা কেটাগোরি থাকে আর তা হলো হিডেন ক্যামেরা ভিডিও এবং রেকর্ডেড ভিডিও। আর এসব ভিডিও ধারন হয় গোপনে। ভুক্তভুগী ঘুনাক্ষরেও টের পায়না তার গোপন ভিডিও হিডেন ক্যামেরার মাধ্যমে ধারন করা হচ্ছে। আর সেসব ভিডিও চরা দামে বিক্রি হচ্ছে ব্ল্যাক সাইট গুলুতে কারো সর্বনাস করে কেউ কেউ কামিয়ে নিচ্ছে কারি কারি টাকা।
এতক্ষন যা বলা হয়েছে তার অসত্য বলে স্বীকার করার কোন সুযোগ নেই। আর এসব ভুক্তভূগীর অধিকাংশই বেড়াতে গিয়ে হোটেল বা রিসোর্টে উঠেছিলেন রাত্রি যাপন করার জন্য এবং শপিং মলের ট্রায়াল রুমে জামা কাপড় ট্রায়াল দেয়ার সময়।
আরও পড়ুনঃ অপরিচিত নাম্বারের ঠিকানা বের করুন
আর তাই এসব থেকে আমাদেরও সাবধান থাকতে হবে। তা না হলে যেকোন সময় নিজের একটু অসতর্কতার কারনে তৈরি রেকর্ড হয়ে যেতে আমাদের স্ক্যান্ডেল ভিডিও আর তা ছড়িয়ে যেতে পারে ইন্টারনেটের অসীম দুনিয়ায়।
আপনি যখনই কোথাও বেড়াতে বা ঘুরতে যাবেন আর হোটেল বা কটেজ ভাড়া নিয়ে যাত্রি যাপন করবেন অথবা শোপিংমলে জামা কাপড় কিনতে গিয়ে সেখানকার ট্রায়াল কক্ষে ট্রায়াল দিতে যাবেন অবশ্যই পরিক্ষা করে নিবেন সেই কক্ষে লুকানো কোন ক্যামেরা আছে কিনা।
আরও পড়ুনঃ অ্যাপ ছাড়াই ডিলিট হওয়া ছবি ভিডিও ফিরে পাবেন
লুকানো ক্যামেরা খুজে পেতে আপনাকে রকেট সায়্যেন্স জানতে হবে না। আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুজে বের করতে পারবেন লুকানো ক্যামেরা। শুধু ছোট একটা অ্যাপের সাহায্য নিতে হবে। অ্যাপটি আপনাকে বলে দিবে কক্ষে কোন হিডেন ক্যামেরা লাগানো আছে কিনা।
অ্যাপটি কোথায় পাবেন, কিভাবে কাজ করে বিস্তারিত ভিডিওতে দেখনো হয়েছে।
Follow me:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Youtube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Jana Ojana
Channel-3: Youtube Explainer
0 মন্তব্যসমূহ