কিভাবে ফেসবুকে ভাষা পরিবর্তন করবেন

কিভাবে ফেসবুকে ভাষা পরিবর্তন করবেন

ফেসবুক অ্যাপের ভাষা পরিবর্তন করবেন যেভাবে


Facebook language change


জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক। স্মার্টফোন আছে অথচ ফেসবুক আইডি নেই এমন মানুষ খুজে পাওয়া যাবেন। বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী ফেসবুককে দিয়েছে বিভিন্ন রুপ। তবে ফেসবুকেরও রয়েছে অনেক রুপ। যার একটি হলো ফেসবুকের ভাষা। সকল দেশের সব শ্রেণীর পেশার মানুষের কাছে ফেসবুক ব্যবহার সহজ করতে এতে যুক্ত কতা হয়েছে প্রায় সব দেশের ভাষা।

অনেক দেশের মানুষ তাদের দেশীয় ভাষায় ফেসবুক ব্যবহার করে। ব্যতিক্রম আমাদের দেশে। এখনও সিংহভাগ মানুষ ফেসবুকের স্বয়ংক্রিয় ভাষা English ব্যবহার করে। তবে পছন্দ এবং স্বাচ্ছন্দ্যের উপরে কোন প্রশ্ন থাকে না। ব্যবহারকারী যে ভাষা ভালভাবে আয়ত্ব করতে পারে সেই ভাষায় ফেসবুক ব্যবহার করে।

যে ভাষায় ফেসবুক ব্যবহার করেন তাতে কোন সমস্যা নেই, তবে কখনও অন্য ভাষায় ফেসবুক চালিয়ে দেখেছেন কেমন লাগে? যদি না দেখে তাহলে তাহলে এখনই নিজের মধ্য অদ্ভুত এই অভিজ্ঞতা নিয়ে আসুন। ফেসবুককে বিভিন্ন ভাষায় ব্যবহার করে দেখুন।


কিভাবে ফেসবুক ভাষা পরিবর্তন করবেন? 

প্রথমে আপনার ফেসবুক এপ্লিকেশনটি চালু করুন। ডানপাশের উপরে কোনার তিন দাগে টাচ করুন। নিচে স্ক্রোল করে Settings & Privacy তে টাচ করুন। একটু নিচে আসলে Language নামে অপশন পাবেন। এবার Language এ ক্লিক করলে অনেক বামগ্লা ইংরেজীর পাশাপাশি অনেল ভাষা পাবেন। একেক দেশের ভাষা একেক ভার দিয়ে দেখুন। তাহলে বুঝতে পারবেন কোন দেশে ফেসবুক দেখতে কেমন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ