যেকোন সিমের কল লিষ্ট বের করুন ১ মিনিটে
এখন থেকে যেকারো মোবাইলের কল লিষ্ট মাত্র ১ মিনিটে বের করতে পারবেন। আপনার প্রিয় মানুষটি কার সাথে কথা বলছে কতক্ষন কথা বলছে, কাকে মেসেজ পাঠাচ্ছে বা কে তাকে মেসেজ পাঠাচ্ছে কি লিখে পাঠাচ্ছে সব দেখতে পারবেন আপনার মোবাইল দিয়ে। এছাড়াও আপনার কল লিষ্ট যদি ডিলিট হয়ে যায় সেই কল লিষ্টে থাকা কোন নাম্বার বের করতে বা কল লিষ্ট ফিরিয়ে আনতে পারবেন।
এজন্য আপনাকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপ ইনষ্টল করার জন্য Play Store এ গিয়ে সার্চ করুন E2PDF লিখে ১ ভিডিওতে দেখানো অ্যাপটি ইনষ্টল করুন। ইনষ্টল করা হয়ে গেলে অ্যাপটি চালু করুন। এবার ভিডিওতে দেখানো ধাপগুলু অনুসরন করুন। আপনি গত ১ বছরের কল লিষ্ট পেয়ে যাবেন। কোন নাম্বার বা ইমেইল আইডি দিয়ে সাইন ইন করার ঝামেলা নেই।
তবে মনে রাখবেন যে মোবাইকের কল লিষ্ট বের করবেন অ্যাপটি সেই মোবাইলে ইনষ্টল করতে হবে। অ্যাপ ইনষ্টল করা কল লিষ্ট বের করা এসব মিলিয়ে ২-৩ মিনিটের বেশি সময় কখনই লাগবে না। তাই আপনার প্রিয়জনের মোবাইলটি কয়েক মিনিটের জন্য হাতে নিয়ে অ্যাপ ইনষ্টল করে তার কল লিষ্ট এবং মেসেজ লিষ্ট সহজেই বের করে ফেলুন।
Follow:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Facebook Page: Android Teacher
YouTube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Jana Ojana
Channel-3: Youtube Explainer
0 মন্তব্যসমূহ