নিজের ফেসবুকের পাসওয়ার্ড দেখার উপায়

নিজের ফেসবুকের পাসওয়ার্ড দেখার উপায়

ফেসবুকের পাসওয়ার্ড বের করার উপায়







আপনার ফেসবুক আইডি লগ ইন করা থাকা অবস্থা যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে খুব সহজে পাসওয়ার্ড দেখতে পাবেন। অনেক ফেসবুক ব্যবহারকারী মোবাইল নাম্বার বা ইমেইল আইডি দিয়ে ফেসবুক আইডি খোলার পর ইমেইল এবং মোবাইল নাম্বার হারিয়ে ফেলে। একসময় ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড ভুলে যায়। মোবাইল নাম্বার না থাকার কারনে এবং ইমেইল আইডি ভুলে যাওয়ায় ফেসবুক আইডির পাসওয়ার্ড আর রিকাভার করা যায় না। ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কি? কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড বের করবেন?


চলুন দেখে নেয়া যাক ফেসবুকের পাসওয়ার্ড বের করার উপায়। ফেসবুকের পাসওয়ার্ড বের করা নিয়ম।কিছু পদ্ধতি জানা থাকলে মোবাইল নাম্বার ও ইমেইল হারিয়ে যাওয়া সত্যেও ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করা যায় এবং দেখা যায়। আপনার ফেসবুক আইডির ভুলে যাওয়া পাসওয়ার্ড দেখতে নিচের ধাপ অনুসরন করুন।

1. প্রথমে আপনার মোবাইলের Setting অপশনে চালু করুন।

2. Setting থেকে Privacy অপশন খুজে বের করুন। প্রত্যেক মোবাইলে Privacy অপশন আছে যদি খুজে না পান তাহলে সার্চ বক্সে Privacy লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।


আরও পড়ুনঃ মেসেঞ্জারে seen না করে মেসেজ পড়ার নিয়ম


3. Privacy তে টাচ করলে Auto-Fill Service from Google নামে অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনার গোগল প্রোফাইল বাছাই করতে বলবে আপনি যেকোন একটা বাছাই করুন।

4. এবার সেখানে Password একটা অপশন পাবেন। আপনার মোবাইল দিয়ে যত একাউন্ট লগ ইন করেছেন সব একাউন্টের পাসওয়ার্ড এখানে সেভ করা আছে।

5. Facebook অপশন বাছাই করলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখতে পাবেন।

উপরের ধাপ গুলু বিস্তারিত ভিডিওতে দেখানো হয়েছেঃ



Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher


Youtube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Jana Ojana

Channel-3: Youtube Explainer

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
md Abdus Salam Khan