ইন্টারনেট জগতে ৪টি অভদুত ওয়েবসাইট

ইন্টারনেট জগতে ৪টি অভদুত ওয়েবসাইট

৪টি অদ্ভুত ওয়েবাসাইট




ইন্টারনেটের দুনিয়ায় কোটি কোটি ওয়েবসাইট রয়েছে। এসব ওয়েবসাইটের মধ্যে বেশ কয়েকটির নাম আমরা জানি। কিছু ওয়েবসাইট প্রতিনিয়ত ব্যবহার করি। এর বাইরে অগনিত ওয়েবসাইট রয়েছে যেগুলুর বেশিরভাগ রিতিমত অবাক করা। আজকে তেমনই চারটি ওয়েবসাইট সম্পর্কে আপনাদের জানাবো যে সাইটগুলু আপনাকে অবাক করতে বাদ্ধ করবে।


1. Internet-map

নিচের ছবিটি দেখে এটা ভাবার উপায় নেই কেউ কেউ ক্যানভাসের একে একে রঙের ছিটে দিয়ে রেখেছে। এর প্রত্যেকটা বিন্দু এক একটা ওয়েবসাইট। বিশ্বাস না হলে ঘুরে আসতে পারেন। বিশ্ব রেঙ্কিং অনুযায়ী বৃত্তের আকার বড়-ছোট। আপনি চাইলে জুম ইন করে করে দেখতে পারেন কোন বৃত্ত কোন ওয়েবসাইট। চাইলে বৃত্তের উপর ক্লিক করে সাইট ভিসিট করতে পারেন।



2. you.regettingold

এই ওয়েবসাইট এতোটাই চমৎকার যে আপনি ওয়েবসাইটে ঢুকে আপনার জন্ম তারিখ লিখেন তাহলে আপনার জন্মের পৃথিবীতে ঠিক কি কজ ঘটনা ঘটেছে দেখতে পারবেন। দেখতে পারবেন আপনি জন্মের পর কতবার শ্বাস প্রশ্বাস গ্রহন করেছেন, আপনার হৃতপিন্ড কতবার পাম্প করেছে আপনার জন্মের সময় পৃথিবীতে জনসংখ্যা কত ছিলো ইত্যাদি ইত্যাদি। ঘুরে আসতে পারেন ওয়েবসাইটে আর দেখে আসতে পারেন আপনি কোন কোন ঘটনার সাক্ষি।




3. worldometers

অসাধারন এই ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখতে পাবেন বর্তমানে পৃথিবীতে মানুষের সংখ্যা কত। নতুন করে আজকে কতজন জন্ম গ্রহন করেছে কতজন মৃত্যু বরন করেছেন। এবছর জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কতজন। এছাড়াও আজকে দিনে কি কি হচ্ছে এটা সংখ্যার গননায় সরাসরি দেখা যায়।


4. Flightradar24

মাটি থেকে আকাশের দিকে তাকালে প্লেন দেখতে পান? এই ওয়েবসাইটটি আপনাকে দেখাবে। সাইটে প্রবেশ করলে আপনি আকাশ দিয়ে উড়ন্ত বিমান দেখতে পাবেল সরাসরি। কোন বিমান কোন দেশে যাচ্ছে বিমানের নাম কোন দেশে যাত্র করছে এসব কিছু।



Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan

Facebook Page: Android Teacher


Youtube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Jana Ojana

Channel-3: Youtube Explainer

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ