মুখের কথা দিয়ে কিভাবে মোবাইলে নিয়ন্ত্রন করা যায়?
আপনি মুখে যা করতে বলবেন মোবাইলে তাই হবে। তার মানে মুখের ভাষা দিয়ে খুব সহযযে আপনার মোবাইল চালাতে পারবেন। আপনি মোবাইলে সেটা করতে চান মুখে বলবেন মোবাইলে সেটা হয়ে যাবে। যেমন ধরুন আপনি ফেসবুক চালু করবেন, কোন পোষ্টে লাইক করবেন, ফেসবুক উপরে নিচে স্ক্রোল করবেন এসব আর হাতে করতে হবে না। মুখে বলবেন মোবাইল সব করে দিবে। অথবা কারও নাম্বার বের করে তাকে কল করবেন মুখে বলবেন অটোমেটিক কল চলে যাবে।
মাঝে মাঝে আপনি যখন অন্য কোন কাজে ব্যস্ত থাকেন মোবাইলে হাতে নিতে পারছেন না তবে কাওকে কল বা মেসেজ পাঠাতে হবে। এমন সময় খুব উপকারে আসবে মুখে মোবাইল অপারেট করার পদ্ধতি। এজন্য আপনাকে Play Store থেকে ছোট একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আরে এই অ্যাপটি গুগলের নিজস্ব অ্যাপ নাম Voice Access। প্রথমে অ্যাপটি ডাউনলোড করুন।
এবার অ্যাপটি ওপেন করুন এবং কিছু Permission চাইবে সেগুলু দিয়ে দিন। Permission দেয়ার পর যে ভাষায় মোবাইল অপারেট করতে চান সেই ভাষা বাছাই করে ডাউনলোড করুন। ডাউনলোড করা পর অ্যাপটি চালু করে দিন। চালু করার পর মোবাইলের স্ক্রিনে Pop-up অ্যাপ আইকনটি দেখতে পাবেন। যখনই গুরুত্বপূর্ন কোন কাজ করবেন তখন আইকনে ক্লিক করে অ্যাপ অটি চালু করে দিন। এখন থেকে মোবাইলে যদি কোন কিছু চালু করতে চান তাহলে শুধু মুখে বলুন চালু হয়ে যাবে। অ্যাপ আইকনে ক্লিক করে যেকোন সময় বন্ধ করতে পারবেন।
Follow:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Facebook Page: Android Teacher
YouTube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Jana Ojana
Channel-3: Youtube Explainer
0 মন্তব্যসমূহ