অ্যাপ ছাড়াই ডিলিট হওয়া ছবি-ভিডিও ফিরে আসবে
কোন কারনে যদি আপনার মোবাইল থেকে ছবি বা ভিডিও ডিলিট করেন তারপরেও ফিরে পাবেন। মোবাইলের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও খুব সখ করে তোলা বা গুরুত্বপূর্ণ। আবার কিছু ছবি ভিডিও অপ্রয়োজনীয়। মাঝে মাঝে সেসব অপ্রয়োজনীয় ছবি-ভিডিও ডিলিট করতে গিয়ে ভুলক্রমে গ্যালারতে থাকা গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও ডিলিট হয়ে যায়। ডিলিট হয়ে যাওয়া ছবি ভিডিও ফিরে পেতে চিন্তার কোন সীমা থাকে না।
তবে এসব দুশ্চিন্তা করার কোন কারন নেই। কারন এখন থেকে হারিয়ে যাওয়া ছবি ছবি বা ভিডিও খুব সহজেই ফিরে পাতে পারেন। এজন্য কোন অ্যাপ ব্যবহার করতে হবে না। কারন মোবাইলেই এখন ডিলিট হয়ে যাওয়া ছবি এবং ভিডিও থেকে যায়।
কিভাবে ফিরে পাবেন ডিলিট হওয়া ছবি ও ভিডিও?
আপনার গ্যালারি থেকে যেসব ছবি ভিডিও ডিলিট হয়ে যায় তখন সেগুলু Trash File হিসেবে গ্যালারিতে থেকে যায়। Trash File থেকে ছবি-ভিডিও আবার গ্যালারিতে ফিরিয়ে আনতে প্রথমে আপনার গ্যালারিতে যান। এবারে ট্রি-ডট মেনু তে টাচ করতে হবে। সেখান থেকে Tash File নামে অপশন দেখতে পাবেন। Trash File এ ক্লিক করলে সেখানে সকল ডিলিট হয়ে যাওয়া ছবি-ভিডিও দেখতে পাবেন। এবার যে ছবি ও ভিডিও ভুলক্রমে ডিলিট হয়ে গেছে সেগুলু মার্ক করে আবার গ্যালারিতে ব্যাকআপ দিন।
Follow:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Youtube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Jana Ojana
Channel-3: Youtube Explainer
0 মন্তব্যসমূহ