যেকোন ওয়েবসাইটকে অ্যাপ বানিয়ে সহজে ব্রাউস করুন

যেকোন ওয়েবসাইটকে অ্যাপ বানিয়ে সহজে ব্রাউস করুন

Convert Any website into app



আমরা প্রতিদিন বিভিন্ন ওয়েবসাইট ভিসিট করি। যার মধ্যে কিছু ওয়েবসাইটে নিয়মিত ব্রাউস করতে হয়। উদাহরন হিসেবে বলা যেতে পারে ফেসবুক, ইউটিউব, গুগল, ইনট্রাগ্রামসহ অনেক ওয়েবসাইট। এসব ওয়েবসাইটে ঢুকতে হলে কম্পিউটারে ব্রাউসার চালু করে এড্রেস লিখে তারপর ঢুকতে হয়। এভাবে একটা ব্রাউসারে একাধিক ট্যাব খুলে সাইটগুলুতে প্রবেশ করতে হয়।

আর একটা ব্রাউসারের একাধিক ট্যাবে একাধিক ওয়েবসাইট চালু রাখলে কম্পিউটার ধীর গতিতে কাজ করে মাঝে মাঝে ব্রাইউসার কাজ করা বন্ধ কতে দেয়। এই সমস্যার সমাধান করতে আমরা হয়তো ব্রাউসারে History clear করি তবুও কোন সমাধান হয় না।

এসব সমস্যা সমাধান এবং যেকোন ব্রাউসার এক ক্লিকে ভিসিট করা জন্য একটা ওয়েবসাইট শেয়ার করছি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেকোন ওয়েবসাইটকে কম্পিউটার অ্যাপে রুপান্তর করতে পারবেন।

মনে করুন আপনি প্রতিদিন ইউটিউব ব্রাউস করেন। এখন ইউটিউব চালু করতে হলে আপনার কম্পিউটারের যেকোন একটা ব্রাউসার খুলে তারপর এড্রেস লিখে তারপর ইউটিউব দেখতে হবে। এখন ইউটিউব বা অন্য যেকোন সাইটকে কিভাবে কম্পিটার অ্যাপে রুপান্তর করবেন?

প্রথমে Web2Desk লিঙ্কে ক্লিক করুন। এবার যে সাইটের অ্যাপ তৈরি করতে চান সেই সাইটের লিঙ্ক প্রথম ঘরে লিখুন। পরের ঘরে অ্যাপের নাম লিখুন এরপর অ্যাপ আইকন আপলোড করুন। এবার আপনি যেধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করেন  সেটা বাছাই করে টিক মার্ক করে Create Desktop App এ ক্লিক করুন। তৈর হয়ে গেলো আপনার ওয়েবসাইটের অ্যাপ।




এখন থেকে সে সাইটে ঢুকতে হলে আর ব্রাউসার চালু করতে হবে না। সরাসরি অ্যাপে ক্লিক করলেই কাঙ্খিত ওয়েবসাইট ঢুকতে পারবেন।


Follow:

Facebook-1: A.K.M. Mostafizur Rahman 

Facebook-2: Emon Bhuiyan


Youtube  Channel:

Channel-1: Android Teacher

Channel-2: Jana Ojana

Channel-3: Youtube Explainer 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ