কিভাবে অপরিচিত নাম্বারের নাম ঠিকানা বের করবেন?
আরও পড়ুনঃ রেকর্ড করা যাবে হোয়াটসঅ্যাপ কল | ৫টি নতুন আপডেট
অপিরিচিত নাম্বার থেকে বিনা প্রয়োজনে কল করে যারা বিরক্ত করে তাদের নাম পরিচয় খুব সহজে বের করতে পারবেন। আপনাকে কোন নাম্বার থেকে বিরক্ত করলে যদি সেই নাম্বারের কাষ্টমার সার্ভিস থেকে উক্ত নাম্বারের তথ্য কখনই শেয়ার করবে না। যতটুকু চেষ্টা করার আপনাকে খুজে বের করতে হবে।
আরও পড়ুনঃ লুকানো ক্যামেরা বের করুন মোবাইল দিয়ে
আর এই কাজটি করতে পারেন আপনার হাতে থাকা মোবাইলর মাধ্যমে। মোবাইল দিয়ে যেকোন অপরিচিত নাম্বারের নাম ঠিকানা বের করতে পারবেন। আজকে আপনাকে এমন কিছু কৌশল দেখাবো যে কৌশল অবলম্বন করে অপরিচিত নাম্বারের নাম ঠিকানা বের করতে পারবেন। তবে অনেকে হয়তো True Caller App ব্যবহার করেন সাময়িকভাবে এই অ্যাপ অপরিচিত নাম্বারের তথ্য দিয়ে থাকলেও আপনার মোবাইলের যাবতীয় তথ্য চুরি করে নিয়ে যায়। এটা নিয়ে আরেক দিন কথা হবে কিভাবে True Caller App আমাদের মোবাইলের তথ্য চুরি করে।
এবার মূল টপিকে আসি। যে নাম্বার থেকে আপনাকে বার বার কল করে বিরক্ত করে স্বভাবতই আপনি কল দিলে নাম পরিচয় গোপন রাখবে বা আপনার কল ধরবে না। বিচলিত হয় আপনিও একাধিকবার কল বা মেসেজ দিবেন না।
প্রথমে আপনার মোবাইলে নাম্বারটি যেকোন একটি নাম দিয়ে সেভ করুন। এবার আপনার Whatsapp অ্যাপে প্রবেশ করুন। এবার নাম্বারটি যে নামে সেভ করেছেন সেই নাম দিয়ে সার্চ করুন ও Contact info তে যান। আপনি নাম্বারটি যে নামেই সেভ করে থাকেননা কেনো উক্ত নাম্বারএ যে নামে Whatsapp Account খোলা আছে নাম্বারের নিচে সেই নাম দেখাবে।
দ্বিতীয়ত, Whatsapp থেকে নাম বের করার পর চলে যাবেন আপনার ইমু একাউন্টে। ওই নাম্বারে যদি ইমু একাউন্ট খোলা থাকে তাহলে নাম্বার করার সাথে সাথে তার নাম ইমুতে যুক্ত হয়ে যাবে। তার ইমু প্রোফাইলে ঢুকবেন। এবার তার About এ গেলে প্রোফাইলে ঠিকানা দিয়ে থাকলে সেখান থেকে তার তার ঠিকানা খুজে পাবেন।
এভাবে ছোট দুটি ট্রিক্স ব্যবহার করে যেকোন অপরিচিত নাম্বারের নাম পরিচয় ঠিকানা বের করা সম্ভব। এখন থেকে অপরিচিত বা স্প্যাম কল দিয়ে আর দূশ্চিন্তা করার কারন নেই।
0 মন্তব্যসমূহ