চ্যানেলে সাবস্ক্রাইবার ও ওয়াচ টাইম বাড়নোর পদ্ধতি

চ্যানেলে সাবস্ক্রাইবার ও ওয়াচ টাইম বাড়নোর পদ্ধতি

ইউটিউব চ্যানেলে সাবক্রাইবার ও ওয়াচ টাইম দ্রুত বৃদ্ধি করার অনেক পদ্ধতি আছে। সুধু জানতে হয় কিভাবে বা কোন পদ্ধতিতে সাবস্ক্রাইবার ও ওয়াচ টাইম বাড়াতে হয়। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাওয়ার প্রধান শর্ত হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম ও এক হাজার সাবস্ক্রাইবার। যা খুব একটা সহজ নয়। আবার কিছু ট্রিক্স জানলে তেমন কঠিনও নয়।


Add Youtube subscribe button in blogger


প্রত্যেক ইউটিউবারের চ্যানেলের পাশাপাশি একটা ব্লগ সাইট বা ওয়েবসাইট থাকা প্রয়োজন। এর ফলে একটা দিয়ে আরেকটা ফ্রিতে প্রমোট করা যায়। এই ট্রিক্স বড় বড় ইউটিউবার কাজে লাগিয়ে থাকে। যেমন নতুন ব্লগ সাইট খুলে তাদের বড় ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই ব্লগ সাইটে ভিসিটর নিয়ে আসে। অথবা যাদের বগ সাইট আছে তারা নতুন ইউটিউব চ্যানেল সেই ব্লগ সাইটে প্রমোট করে চ্যানেলে সাবস্ক্রাইবার ও ভিউস নিয়ে আসে। আমরাও চাইলে নিজেদের ব্লগের ভিসিটর চ্যানেলে নিয়েবাসতে পারি এবং চ্যানেলের সাবস্ক্রাইবার ব্লগ সাইটে নিয়ে ব্লগের ভিসিটর বাড়াতে পারি।

আপনি যখন আমার ব্লগ সাইটে প্রবেশ করেছেন নিশ্চই পেজের নিচে বাম বাশে একটা সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন। যেখানে Android Teacher এর পাশে সাবস্ক্রাইব বাটন আছে। আপনি যদি এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করেন তাহলে সাথে সাথে নতুন পেজে আমার ইউটিউব চ্যানেল চালু হয়ে যাবে। এতে করে দুইটা আমার দুইটা উপকার হচ্ছে। প্রথমত আমার চ্যানেলে সাবক্রাইবার ও ভিউয়ারস পাচ্ছি, দ্বিতীয়ত, ব্লগ সাইটটিও সাজানোর দিক থেকে কিছুটা পরিপূর্ণতা পেলো।

আপনারও যদি ব্লগ সাইট থাকে তাহলে ব্লগ পেজে সাবস্ক্রাইব বাটন যুক্ত করে সাবস্ক্রাইবার ও ভিউস বাড়াতে পারবেন। ব্লগ সাইটে ইউটিউব সাবস্ক্রাইব বাটন যুক্ত করার নিয়ম।

১) প্রথমে আপনাত ব্লগ সাইটের এডমিন প্যানেলে প্রবেশ করুন।

২) এরপর Theme অপশনে ক্লিক করুন।

৩) Theme এ ক্লিক করে Edite HTML এ ক্লিক করুন। এবার নিচের দেয়া কোডটি HTML এ বসিয়ে দিন।

Code,


<style> /* Popup Subscribe Button Designed By Key2blogging */ .YT-subscribe {position: fixed;left: 35px;bottom: 20px;background-color: #ececec;padding: 12px 12px 12px 12px;border-radius: 10px 10px 0px 0px;display: flex;align-items: center;max-width: 320px; min-width: 280px;height: auto;color: #000000;overflow: hidden;z-index: 100;border-bottom: 4px solid #ff3b00;box-shadow: rgba(0, 0, 0, 0.35) 0px 5px 15px;} .YT-subscribe .YT-subscribe-close { position: absolute; top: 4px; right: 8px; } .YT-subscribe .YT-subscribe-close svg { width: 22px; height: 22px; fill: #000; } .YT-subscribe .YT-subscribe-img { width: 70px; height: 50px; } .YT-subscribe .YT-subscribe-img img { display: flex; align-items: center; justify-content: center; width: 50px; } .YT-subscribe .YT-subscribe-content { width: calc(100% - 70px); padding-left: 1px; } .YT-subscribe .YT-subscribe-content a { display: block; color: inherit; } .Subscribe_btn {font-weight: 600;font-size: 12px;display: flex;align-items: center;justify-content: center;width: 120px;height: 30px;padding: 5px 6px;background-color: #e4393c;border-radius: 4px; color: #fff;margin-top: 12px;bottom: 0;right: 0;flex-wrap: wrap;flex-direction: row;align-content: center;} .YT-subscribe .YT-subscribe-content .YT-title { display: block; font-weight: 700; font-size: 13px; text-align: left; padding-left: 12px } .YT-subscribe .Subscribe_btn a { display: block; color: inherit; color:#fff; } .YT-subscribe .YT-subscribe-content .YT-desc { display: block; font-size: 10px; margin-top: 5px; color: #000; text-align: left;padding-left: 12px; line-height: normal; font-weight: 500; } .YT-btn-text{margin-left:9px} </style> <div class='YT-subscribe' id='YT-btn'> <div class='YT-subscribe-close' onclick='document.getElementById(&quot;YT-btn&quot;).style.display=&quot;none&quot;'><svg viewBox='0 0 512 512' xmlns='http://www.w3.org/2000/svg'><path d='M278.6 256l68.2-68.2c6.2-6.2 6.2-16.4 0-22.6-6.2-6.2-16.4-6.2-22.6 0L256 233.4l-68.2-68.2c-6.2-6.2-16.4-6.2-22.6 0-3.1 3.1-4.7 7.2-4.7 11.3 0 4.1 1.6 8.2 4.7 11.3l68.2 68.2-68.2 68.2c-3.1 3.1-4.7 7.2-4.7 11.3 0 4.1 1.6 8.2 4.7 11.3 6.2 6.2 16.4 6.2 22.6 0l68.2-68.2 68.2 68.2c6.2 6.2 16.4 6.2 22.6 0 6.2-6.2 6.2-16.4 0-22.6L278.6 256z'/></svg></div> <div class='YT-subscribe-img'><img alt='Youtube Channel Image' src='https://www.pngarts.com/files/9/Vector-YouTube-Logo-PNG-Free-Download.png'/> </div> <div class='YT-subscribe-content'> <span class='YT-title'>Android Teacher</span> <span class='YT-desc'>Subscribe my youtube channel</span> </div> <div class='Subscribe_btn'> <a href='https://www.youtube.com/channel/c/AndroidTeacher' target='_blank'> <span class='YT-btn-text'>Subscribe</span></a> </div></div>


কোথায় বসাবেন, কিভাবে বসাবেন নিচের ভিডিওতে দেখানো হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তা না হলে আপনি অন্যের চ্যানেলের প্রমোট করে ফেলবেন। কারন কোডের মধ্যে আপনার চ্যানেলের লিংক যুক্ত করতে হবে।

ভিডিওঃ


Follow Me on:

Facebook   : Akm. Mostafizur Rahman
Page            :Yotube Explainer
Group         : Youtube Explainer
Instagram : Youtube Explainer

Subscribe My YouTube channel:




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ