কয়েক বছর আগে পর্যন্ত বাংলাদেশে চাইলেই সিম কেনা যেতো। আপনি কয়টি সিম কিনতে পারবেন তার কোন নির্দিষ্টতা ছিলো না। এভাবে যখন সিম কার্ড বিক্রি করা হতো তখন অপরাধ বেশি হতো। যেহেতু তখন সিমের কোন মালিকানা ছিলো না তাই অপরাধীরা সিম দিয়ে অপরাধ করার পর নষ্ট করে দিকে তাকে ধরা মুশকিল হয়ে যেতো।
অপরাধ কমিয়ে আনার জন্য সরকার সিম কেনার সময় বায়োমেট্রিক পদ্ধতিতে মালিকা নিশ্চিত করা বাধ্যতামূলক করে দিয়েছে। আর ডকুমেন্ট হিসেবে জাতীর পরিচয় পত্র দিয়ে কিনতে হবে। শুধু তাই নয়, একটা NID দিয়ে সর্বোচ্চ ১৫ সিম ক্রয় করা যাবে।
কিন্তু আপনি জানেনকি আপনার NID দিয়ে কয়তা সিম ক্রয় করা হয়েছে? কিভাবে বুঝবেন আপনার NID দিয়ে কয়টা সিম কার্ড কিনেছেন?
এটা জানা খুবই জরুরী, কারন আপনার NID দিয়ে কেন যেকোন সিম কার্ড ১৫ মাস পর বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনার এই সিম নতুন করে রেজিস্ট্রেশন করে সিম কোম্পানি অন্য কাস্টমারের কাছে বিক্রি করে। এই বিষয়ে কথা হবে অন্যকোন আর্টিকেলে।
আপনার NID কার্ড দিয়ে কয়টা সিম রেজিষ্ট্রেশন করা আছে দেখার জন্য চলে যান মোবাইলের ডায়াল প্যাডে। টাইপ করুন *16000#।
ডায়াল করার পর আপনার NID card এর শেষের চারটি নাম্বার লিখে Send এ টাচ করুন।
Send করার একটু পরেই আপনার মোবাইলে একটা মেসেজ আসবে। সেই মেসেজে দেখাবে কোন কোন নাম্বারগুলু আপনার NID কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করা। যদি এমন কোন নাম্বার থেকে থাকে যেগুলু আপনি এখন আর ব্যবহার করেন না বা হারিয়ে ফেলেছেন তাহলে কাষ্টমার কেয়ারে গিয়ে সিমটির রেজিস্ট্রেশন বাতিল করে দিতে পারেন। যদি বন্ধ হওয়া সিম রেজিষ্ট্রেশন বাতিল না করলে আপনার সিম অন্যজন ব্যবহার করে যদি কোন অপরাধ করে তাহলে পুলিশ আপনাকে ধরতে আসবে। এই নি অন্য একটি পোষ্টে কথা হবে।
Follow:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Facebook Page: Android Teacher
YouTube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Jana Ojana
Channel-3: Youtube Explainer
0 মন্তব্যসমূহ