আমাদের যখন কোন কিছুর প্রয়োজন হয় তখন Google এ Search করি। সাথে সাথে Google হাজারও ওয়েবসাইট থেকে সেই তথ্য মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আমাদের সামনে নিয়ে আসে। প্রশ্ন হলো গুগল কিভাবে জানে কোন কোন ওয়েব সাইটে আমাদের সার্চ করা তথ্য গুলু পোষ্ট করা আছে?
উত্তর হলো, ওয়েবসাইটের admin তাদের সাইটের সকল পোষ্ট Google এ জমা করে রেখেছে।
আপনার যদি একটা ব্লগ সাইট/ওয়েবসাইট থাকে এবং ব্লগ সাইটটি Google search এর মাধ্যমে দর্শদের কাছে প্রদর্শিত করাতে চান তাহলে আপনাকেও আপনার সাইট ও সাইটে পোষ্ট Google এ সংরক্ষন করতে হবে। আজকে আপনাদের বলবো কিভাবে ব্লগ/ওয়েবসাইটের পোষ্ট সঠিকভাবে Google এ Index করতে হয়।অনেক ব্লগারের অভিযোগ তাদের ব্লগ পোষ্ট Google search console এ Index হচ্ছে না বা হয়না বা হতে অনেক দেরি হয়। দেখুন, যদি আপনার সাইট ও Search Console account ঠিকা থাকে তাহলে অবশ্যই Index হবে। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে পোষ্টটি পড়ুন।
নতুন ব্লগারদের ক্ষেত্রে প্রথমে Google Search Console এ একাউন্ট খুলতে হবে যেখানে আপনার ডোমেইন দিতে হবে। এবার Add Property তে ক্লিক করে সামান্য কিছু তথ্য দিয়ে আপনার ব্লগ সাইট Search Console এর এড করে দিন।
এবার আপনার সাইটের সকল পোষ্টের লিংক একটা একটা করে কপি করে Index করুন।
প্রথম প্রথম পোষ্ট Index হতে সময় লাগে। এতে চিন্তার কিছু নেই। এক পোষ্ট দ্বিতীয় বার Index Request দেয়ার কোন প্রয়োজন নেই। নির্দিষ্ট সময় পর Index হয়ে যাবে।
Follow:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Facebook Page: Android Teacher
YouTube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Jana Ojana
Channel-3: Youtube Explainer
0 মন্তব্যসমূহ