How to Connect Blogger with AdSense
আপনার যদি ব্লগ সাইট থাকে তাহলে সাইটে এডসেন্স একাউন্ট যুক্ত করে প্রতি মাসে ইনকাম করতে পারবেন। হয়তো আপনার ব্লগ সাইট ইনকামের জন্য প্রস্তুত। কিন্তু ব্লগ থেকে ইনকাম করতে হলে আপনার সাইটটিকে গুগল এডসেন্সের সাথে যুক্ত করতে হবে।
অনেকে ব্লগ সাইটে ঠিক ঠাক মত এডসেন্স একাউন্ট যুক্ত করতে পারে না। যার ফলে তাদের সাইট থেকে ইনকামের আশা হারিয়ে ফেলে। আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা ব্লগ সাইট সঠিক উপায়ে গুগল এডসেন্স একাউন্টের সাথে যুক্ত করতে হয়। যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ তাই আর্টিকেলে যেভাবে বলা হয়েছে ঠিক সেউ ধাপ অনুসরন করে আপনার ব্লগ সাইট এডসেন্সে যুক্ত করবেন।
আর্টিকেল এর শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি দেখানো হবে। তাই পুরু আর্টিকেল পড়ার অনুরোধ রইলো।
প্রথমে ব্লগ সাইটের এডমিন পেনেল লগ ইন করতে হবে। এরপর Earning অপশনে ক্লিক করতে হবে।
এরপর এডসেন্স যুক্ত করার পেজ আসবে। এখানে Connect এ ক্লিক করতে হবে।
Connect দেয়ার পর আপনার সাইট রিভিউতে থাকবে। গুগল আপনার সাইট রিভিউ করবে। যদি সাইটের পোষ্ট কোয়ালিটি সম্পন্ন হয়, সাইটে পেজ ঠিক ঠাক থাকে, Responsive Templates থাকে তাহলে এডসেন্স এপ্রুভ করবে।
আপনার ব্লগের Theme Responsive কিনা তা যাচাই করতে অথবা কোথায় Theme পাবেন জানতে ক্লিক করুন।
পড়ুনঃ ব্লগের জন্য Responsive theme/Templates
এবার মূল কাজে আসা যাক। এখনই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করতে হবে। Google AdSense এ ব্লগ সাইট এড করত্র হবে। যতক্ষন পর্যন্ত সাইট এড না করবেন Adsense জানবেই না আপনার কোন ব্লগ সাইটেত জন্য এডসেন্স রিকুয়েষ্ট পাঠিয়েছেন। এডসেন্সে সাইট এড করার জন্য Google AdSense একাউন্টে লগ ইন করতে হবে।
এরপর Add Site এ ক্লিক করে আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইট যুক্ত করে দিন।
তবে সাইট যুক্ত করার সময় Error আসবে। এটা সমাধান করে তারপর যুক্ত করত্র হবে। কিভাবে Error সমাধান করতে হয় এবং উপরে বর্নিত ধাপগুলু নিচের ভিডিওতে দেয়া আছে। তাই সাইট এড করার আগে অবশ্যই ভিডিওটি দেখবেন।
ভিডিওঃ
Follow Me on:
0 মন্তব্যসমূহ