How to Change Facebook ID Name Before 50 Days
ফেসবুকের নিয়ম হচ্ছে একটা প্রোফাইলে নাম একবার পরিবর্তন করলে আগামী ৬০ দিনের মধ্যে আর নাম পরিবর্তন করা যায় না। যদি কোনভাবে সঠিকভাবে নাম পরিবর্তন না হয় বা নাম ভুল হয় তাহলে ৬০ দিন অপেক্ষা করতে হয়। আবার কেউ কেউ ৬০ দিন পর পর নিজেদের নাম পরিবর্তন করে নিজের আইডি সম্পর্কে সবাইকে জানান দেয়। তবে আপনি চাইলেই আজকে থেকে প্রতিদিন ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন।
আপনার ফেসবুক আইডির নাম যেকোন সময় পরিবর্তন করতে চাইলে নিচের ধাপ অনুসরন করুন।
> প্রথমে আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করুন।
> এবার মেনুতে ক্লিক করুন এবং Setting & Privacy তে ক্লিক করুন এবং Setting এ ক্লিক করুন।
> ক্লিক করার পর Personal and account information অপশনে ক্লিক করে আপনার নামের অপশনে ক্লিক করুন।
> এবার ৩টা নামের ঘরে নিচে Learn More নামের অপশনে ক্লিক করতে হবে।
> নতুন একটা পেজ চালু হবে এখানে অনেক কিছু লেখা থাকবে। আপনি Find out why নামের নীল রঙের লেখা দেখতে পাবেন এই লেখার উপর ক্লিক করুন।
> এখন সম্পূর্ণ নতুন পেজ আসবে। এই পেজে "Fill the form" নামের অপশন পাবেন। এই "Fill the form" লেখার উপর ক্লিক করুন।
> ক্লিক করার পর সাধারনভাবে ফেসবুক আইডির নাম পরিবর্তন করার সময় যেভাবে নাম বসাতে হয় ঠিক সেভাবেই নাম বসাবেন।
বাকি ধাপ গুলু অনুসরন করার জন্য নিচের ভিডিওটা সম্পূর্ন দেখুন। মনে রাখবেন, ভিডিওটা মনযোগ সহকারে না দেখলে আপনার বুঝতে সমস্যা হবে।
ভিডিওঃ
Follow:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Facebook Page: Android Teacher
YouTube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Jana Ojana
Channel-3: Youtube Explainer
0 মন্তব্যসমূহ