Smartphone: আপনি হাজার টাকা দিয়ে দোকানে গেলেন পছন্দ করে একিটা স্মার্টফোন কিনতে। কোন কম্পানির মোবাইল কিনবেন হয়তো আপনি যায়ার আগে নিশ্চিত হয়ে গিয়েছেন। দোকানি আপনাকে খুব বুঝিয়ে মোটিবেশন দিয়ে আপনার কাছে মোবাইল বিক্রি করলো। দোকানির কথায় পছন্দ করে মোবাইলটা কিনেও আনলেন। কিন্তু কিছুদিন পর আপনার বন্ধু আপনাকে বলবো মোবাইলটা আন-অফিসিয়াল বা কপি / ডুব্লিকেট। তখন আপনার মাথায় বারি পরবে এটাই স্বাভাবিক।
কিন্তু বিষয়টা অন্য রকমও হতে পারতো। আপনি দোকানে গেলেন মোবাইল সম্পর্কে আপনার খুব বেশি ধারনা নেই। তবও আসল নকল মোবাইলের পার্থক্য বুঝে আসল মোবাইল কিনে আসলেন। কিন্তু এমনটা কেনো হলো না। কারন আপনি জানেন না আসল ও নকল বা অফিসিয়াল/আন-অফিসিয়াল মোবাইলে পার্থক্য কিভাবে করে।
অথচ বিষয়টা খুবই সহজ। কিভাবে বুঝবেন, আপনার হাতের মোবাইল অফিসিয়াল নাকি আন-অফিসিয়াল? এর জন্য আপনাকে ছোট একটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। মোবাইল কেনার সময় অবশ্যই দেখে নেয়া উচিৎ। শুধু মাত্র আপনার মোবাইলের IMEI নাম্বার দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই বের করা যাবে আপনার মোবাইল অফিসিয়াল নাকি আন-অফিসিয়াল। শুধু তাই নয়, আপনার মোবাইলের আরও অনেক তথ্য জানতে পারবেন।
আপনার মোবাইল অফিসিয়াল নাকি আন-অফিসিয়াল জানতে নিচের লিংকে ক্লিক করুন।
ক্লিক এই ওয়েবসাইট চালু হবে এবং এই ঘরে আপনার মোবাইলের IMEI নাম্বার লিখতে হবে। মোবাইলের IMEI নাম্বার বের করার জন্য *#06# ডায়াল করুন। এবার IEMI নাম্বার বে বের নিচের ওয়েবসাইটে প্রবেশ করে বক্সে IMEI নাম্বার লিখুন।
Follow:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Facebook Page: Android Teacher
YouTube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Jana Ojana
Channel-3: Youtube Explainer
0 মন্তব্যসমূহ