YouTube Studio Bangla Tutorial 2022
Content Part-3
আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে অথবা ভাবছেন ইউটিউবিং করবেন তাহলে ইউটিউবের বেশ কিছু বিষয় সম্পর্কে আপনার জানা থাকতে হবে। যেমন- Copyright Strike, Copyright claim, Community Guideline Strike, Monetization policy।
আপনি যখন চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করবেন আপনার YouTube Studio তে একটা ইন্টারফেস দেয়া হবে। সেখানে আপনি আপনার চ্যানেলের Overview দেখতে পাবেন। এই Studio সম্পর্কে আপনার স্পষ্ট ধারনা থাকতে হবে। নতুন ইউটিউবাররা YouTube Studio সম্পর্কে জানেনা বললেই চলে। অথচ YouTube Studio এর প্রত্যকওটা অপশন ন জনলে কখনই আপনার চ্যানেল গ্রো করাতে পারবেন না। তাই নতুন ইউটিউবারদের জন্য আমার ক্ষুদ্র চেষ্টা। YouTube Studio এর সম্পূর্ন টিউটোরিয়াল নিয়ে সাজানো হচ্ছে আমার চানেলের Playlist। একজন নতুন ইউটিউবার হলে আপনাকে অবশ্যই সবগুলু পর্ব দেখতে হবে।
0 মন্তব্যসমূহ