How to change Facebook email id
ফেসবুক ব্যবহারকারী কখনও না কখনও অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হয়। তা হলো ফেসবুক একাউন্টে যে ইমেইল আইডি যুক্ত থাকে সেই ইমেল আইডির পাসওয়ার্ড ভুলে যায়। আর ফেসবুকে ব্যবহৃত ইমেইল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে সেই আইডি রিকাভার করা প্রায় অসম্ভব। তাই নিয়ম হচ্ছে যদি আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যান তাহলে সাথে সাথে ফেসবুক আইডি থেকে সেই ইমেল মুছে দিয়ে নতুন আরেকটি ইমেইল যুক্ত করা।
চলুন জেনে নেয়া যাক কিভাবে ফেসবুক আইডি থেকে কিভাবে ইমেইল আইডি পরিবর্তন করবেনঃ
> প্রথমে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করুন।
> লগ ইন করার পর প্রোফাইল আইকনে ক্লিক করে settings & privacy তে ক্লিক করুন এবং Settings এ ক্লিক করুন।
> সেখানে Personal Information নামের অপশন পাবেন এখানে ক্লিক করুন।
> এবার Contact info তে ক্লিক করুন।
> Contact info তে আপনার ফেসবুক আইডিতে ব্যবহৃত মেইল আইডি এবং মোবাইল নাম্বার যুক্ত করা থাকলে দেখতে পাবেন।
> প্রথমে একটা নতুন ইমেইল আইডি খুলে নিবেন এবং এখানে ইমেল যুক্ত করার জন্য add email address এ ক্লিক করুন।
> এখন নতুন ইমেইল Address দিয়ে পাসওয়ার্ড দিন এবং add email address এ ক্লিক করে দিন। আপনার নতুন ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটি বসিয়ে দিন।
কিছু কথা, চেষ্টা করবেন আপনার প্রিয় ফেসবুক আইডিতে দুইটা ইমেইল আইডি এবং ২টা মোবাইল নাম্বার যুক্ত করে রাখতে। পাশাপশি এগুলু ভেরিফিকেশন করে রাখবেন। তাহলে একটা ইমেইল আইডি বা মোবাইল নাম্বার হারিয়ে গেলেও অন্যটি দিয়ে যেকোন সময় খুব সহজে আইডি রিকাভার করতে পারবেন।
2 মন্তব্যসমূহ