ফেসবুক ভিডিওর Ads ব্লক করার নিয়ম

ফেসবুক ভিডিওর Ads ব্লক করার নিয়ম

How to block facebook video ads

ফেসবুক ইউটিউবে ভিডিও দেখার সময় বিভিন্ন প্রকার পণ্য বা সেবার বিজ্ঞাপন আসে। যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদের ইনকামের একমাত্র উপায় হচ্ছে এসব বিজ্ঞাপন। ভিডিও নির্মাতারা এসব বিজ্ঞাপনের মাধ্যমে টাকা ইনকাম করে।

How to block facebook video ads

আরও পড়ুনঃ যেকোন সময় ফেসবুক আইডির নাম পরিবর্তন করুন

এসব পণ্য বা সেবার বিজ্ঞাপন কারো কাছে প্রয়োজনীয় আবার কারও কাছে বিরক্তির কারন। যে সব বিজ্ঞাপন কোন দর্শকের অপ্রয়োজনীয় মনে হয় চাইলে সেগুলু skip করে দিতে পারে। এখাবে skip বলতে বিজ্ঞাপনে থাকা skip বাটন টাচ করে নয় বরং নিজে ট্রিক্স খাটিয়ে ভিডিওতে আসা বিজ্ঞাপন  skip করে দেয়া।

আর্টিকেল শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে হবে। আশা করি শেষ পর্যন্ত পড়বেন।

চলুন দেখে নেয়া যাক ফেসবুক ভিডিওতে আসা বিজ্ঞাপন থেকে রেহাই পাওয়ার উপায়।

> ফেসবুক ভিডিও বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে হলে প্রথমে প্রিয় একাউন্টে লগ ইন করতে হবে। 

> এবার Shortcuts মেনু থেকে Watch এ ক্লিক করুন।

> এখানে আপনার আইপির সাথে সম্পর্কিত অথবা যে পেজের ভিডিও বেশি দেখেন সেই ভিডিও গুলু সবার আগে আসবে।

> যাই হোক আপনি যেই ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা য়ে ক্লিক করুন।

> ভিডিও প্লে হওয়ার পর ভিডিও সময়ের টাইমলাইনে খেয়াল করুন।

> সময় টাইমলাইন জুরে যেখানে হলুদ রঙ থাকবে সেখানে বিজ্ঞাপন দেখাবে।

> ভিডিও চলাকালীন সময়ে যখন সময় হলুদ রঙের কাছাকাছি আসবে ঠিক সেই সময়ে সেই অংশ বিশেষ টেনে দিতে হবে।

> মনে রাখবেন ফেসবুক বিজ্ঞাপন সময় ৯-১৫ সেকেন্ড বা তার কম বেশি হতে পারে। তাই ১০ সেকেন্ড টেনে দিলেই হবে।


পরিশেষ কিছু কথা, ফেসবুক ইউটিউব সহ ভিডিও শেয়ারিং প্লাটফর্ম থেকে কন্টেন্ট ক্রিয়েটররাবায় করে থাকে। তারা তাদের পরিশ্রমের ভিডিও মনিটাইজড করে আয় করে। আমরা সেসব ভিডিও দেখে উপক্রিত হয়, বিনোদন পাই, বিভিন্ন বিষয় শিখতে পারি। যারা এতো পরিশ্রম করে আমাদের এতো কিছু  শেখাতে পারে তাদের ভিডিওটা তে আসা ৯-১৫ সেকেন্ডের বিজ্ঞাপন কেনো দেখতে পারবো না? এইটা কোন কথা? আসলে তাদের কাছ থেকে কিছু শিখতে পারলে বিনিময়ে আমাদেরও কিছু দেয়া উচিৎ। 

তাই অযথা বিজ্ঞাপনা ব্লক/এড়িয়ে না গিয়ে তাদের বেশি বেশি সমর্থন কথা দরকার। তাহলেই তারা আমাদের আরও অনেক কিছু শেখাতে আগ্রহী হবে।

Facebook   : Akm. Mostafizur Rahman
Page           :Yotube Explainer
Group        : Youtube Explainer
Instagram : Youtube Explainer

Subscribe My YouTube channel:

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
অনেক বিরক্তির হাত থেকে রেহাই পেলাম। ধন্যবাদ ❤️