ফেসবুক আইডি Deactive করার সঠিক নিয়ম

ফেসবুক আইডি Deactive করার সঠিক নিয়ম

How to Deactive facebook ID Properly

মাঝে মাঝে আমাদের ফেসবুক থেকে বিরতি নিতে হতে হয়। সেটা যেকোন্ন কারনে হতে পারে। আর যখন বিরতি নেই তখন হয়তো আমরা চাই কেউ আমাদের আইডি খুজে না পায়। আবার অনেকে বিরক্ত হয়ে হয়ে কিছু দিন ফেসবুক থেকে দূরে থাকে। বিরক্তি পরিমান এতোটাই বেড়ে যায় যে আইডি Deactive করার দরকার হয়। আমার কারও যদি ফেসবুকে অপরিচিত মানুষের রিকুয়েষ্ট আছে তা থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু অনেকে জানেনা কিভাবে ফেসবুক আইডি Deactive করতে হয়। আবার কেউ কেউ বলে তারা আইডি Deactive করার পরেও নাকি ফেসবুকে তাদের পাওয়া যায়।
আজকে আপনাদের বলবো কিভাবে সঠিক পদ্ধতি অনুসরন করে ফেসবুক আইডি Deactive করতে হয়।


আইডি Deactive করলে সুবিধা কি?
আপনি যখন ফেসবুক আইডি Deactive করবেন তখন কেউ আপনার পোষ্ট ছবি এবং ফেসবুকে কোন এক্টিভিটি দেখতে পারবে না। ফেসবুকে সার্চ করে আপনার আইডি খুজে পাবে না। এর ফলে অযথা অপরিচিত মানুষ ফেসবুকে আপনাকে বিরক্ত করতে পারবে না। অপরিচিত কোন ফেসবুক আইডি আপনাকে রিকুয়েষ্ট এবং মেসেজ দিতে পারবে না।

কিভাবে সঠিক পদ্ধতি অবলম্বন করে ফেসবুক আইডি Deactive করতে তা জানতে নিচের ভিডিওটি সম্পূর্ন দেখার অনরোধ রইলো।


Follow me on:
Facebook   : Akm. Mostafizur Rahman
Page           :Yotube Explainer
Group        : Youtube Explainer
Instagram : Youtube Explainer

Subscribe My YouTube channel:
 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ