মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, ইন্সটাগ্রাম বা টেলিগ্রাম এসব চ্যাটিং এপ্লিকেশন প্রথম কাতারের জনপ্রিয় অ্যাপ। স্মার্টফোন আছে, তার মানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, ইন্সটাগ্রাম বা টেলিগ্রাম অথবা অন্য যেকোন মেসেজিং অ্যাপ আছে যার মাধ্যমে আপনি সবার সাথে যোগাযোগ রক্ষা করেন। অডিও ভিডিও কলের মাধ্যমে কথা এবং Text মেসেজ আদান করে থাকি।
তবে অডিও ভিডিও কলে কথা বলার চেয়ে মেসেজ আদান প্রদান বেশি হয়। তবে মেসেজ করার সময় আমাদের মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয় যাতে কোন মেসেজের রিপ্লায় বাদ না পরে যায়। কিন্তু তারপরে মাঝে মাঝে এসব চ্যাটিং অ্যাপে চ্যাট করার মনের অজান্তেই হোক বা সময়ের কারনেই হোক মেসেজের রিপ্লাই দেয়া হয় না বা রিপ্লেই দিতে অনেক দেরি হয়। আর যে কারনে ওপাশের মানুষটা ভুল বুঝে হয়তো আপনি তাকে অবহেলা করছেন বা বিরক্তবোধ হচ্ছেন। শুরু হয় দূরত্ব আর ভুল বুঝাবুঝি।
অথচ আপনার মোবাইলের ছোট একটা সেটিংস সব সমস্যার অবসান করতে পারে। আপনি যখন ব্যাস্ত থাকবেন বা রিপ্লাই করার মত অবস্থায় থাকবেন না তখন তার কাছে সয়ংক্রিয়ভাবে একটা মেসেজ চলে যাবে এবং সেই মেসেজ বলে দিবে আপনি কেনো তার মেসেজের রিপ্লাই দিচ্ছেন না।
এর জন্য আপনাকে ছোট একটা এপ্লিকেশন ব্যবহার করতে হবে। আপনি যেসব এপ্লিকেশনে চ্যাট করে সেই এপ্লিকেশন এখানে এড করে দিতে দিবে। এড করার পর একটা মেসেজ লিখে রাখতে হবে কি কারনে মেসেজের রিপ্লাই দিচ্ছেন না। আপনি যা লিখবেন ঠিক সেই লেখা রিপ্লাই হিসেবে সেই লেখা যাবে।
বিস্তারিত ভিডিওতেঃ
0 মন্তব্যসমূহ