ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের শর্ত সমূহ

ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের শর্ত সমূহ

প্রত্যক কন্টেন্ট ক্রিয়েটর চায় ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করতে। আর ইনকাম করার জন্য চ্যানেল মনিটাইজ করতে হয়। তবে অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটর জানেইনা ইউটিউবে মনিটাইজেশন পেতে হলে কি কি শর্ত পূরন করতে হয়।আ পনি যদি ইউটিউবার হতে চান তাহলে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার শর্ত আগে জানা থাকতে হবে। তা না হলে ইউটিউবিং করা আপনার বৃথা চেষ্টা।



আসুন দেখি একটা ইউটিউব চ্যানেল মনিটাইজড করার পূর্বশর্ত কি কি?

১) চ্যানেল মনিটাইজশড করার যে দুইটা শর্ত সবাই জানি তা হলো ৪ হাজার ঘন্টা ওয়াচটাইম ও ১ হাজার সাবস্ক্রাইবার। কিন্তু এর আগে আরও কিছু শর্ত রয়েছে যা আমরা জানিনা। আপনি যেকোন ধরনের ভিডিও আপলোড করে চ্যানেলে আপলোড করে দিলেই যে মনিটাইজেশন পেয়ে যাবেন এটা ভাবলে চলবে না। আপনার প্রত্যকেটা ভিডিও YouTube Monetization Policy এর মধ্যে থাকতে হবে। ইউটিউব যে ধরনের  ভিডিও আপলোড দেয়ার অনুমতি দিয়েছে শুধু মাত্র সেই ধরনের ভিডিও আপনাকে আপলোড করতে হবে। তাই কোন ধরনের ভিডিও ইউটিউব মনিটাইজেশন দেয়া না সেগুলু জেনে নিতে হবে এবং অই ধরনের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে হবে।

২) মনিটাইজেশন পাওয়ায় ক্ষেত্রে Country বা দেশ মূল ফ্যাক্টর। আপনি এমন কোন দেশে বসবাস করছেন যে দেশে ইউটিউব মনিটাইজেশন Allow করে না তাহলে ভিডিও বানিয়ে কোন লাভ নেই।

৩) ইউটিউব প্রত্যেকটা চ্যানেলের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আর তাই ইউটিউব মনিটাইজেশন পেজে তারা Two Step Verification নামে একটা সুরক্ষা ব্যবস্থা রেখেছে। যদি আপনি আপনার চ্যানেলে Two step verification চালু না করেন তাহলে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না।

৪) মনিটাইজেশন এপ্লাই করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার চ্যানেলে কোন Active Community guideline strike থাকতে পারবে না। যদি কোন চ্যানেলে Community guideline Strike আসে তাহলে সেটা ৯০ দিন পর সয়ংক্রিয়ভাবে উঠে যাবে। আর এই ৯০ দিনের  আরো ২টি Strike আসে তাহপ্লে ইউটিউব আপনার চ্যানেলটি টার্মিনেট করে দিবে।

৫) হ্যা এবার বলছি ১ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ঘন্টা ওয়াচটাইমের কথা। আপনার চ্যানেলে মনিটাইজেশন আবেদন করতে হলে অবশ্যই ১০ হাজার সাবস্ক্রাইবার ও ৪ হাজার ঘন্টা ওয়াচটাইম লাগবে। তবে এখানেও শর্ত আছে। ১ হাজার সাবক্রাইবার ও ৪ ঘন্টা ওয়াচটাইম ১২ মাসে সংগ্রহ করতে হবে। শুধু মাত্র তখনই আপনি মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে পারবেন।

উপরের এই শর্তগুলু পূরন করতে পারলেই কেবল আপনি YouTube Partner Program বা Monetization এর জন্য Eligible হবেন।

আশা করি মনিটাইজেশন শর্তসমুহ সম্পর্কে এখন আপনার পূর্ন ধারনা হয়েছে। তাই এখন থেকে এইসব বিষয় মাথায় রেখে ভিডিও তৈরি করুন আপিনলোড করুন আর ইনকাম করুন।

ভিডিওঃ 



Follow me on:
Facebook   : Akm. Mostafizur Rahman
Page           :Yotube Explainer
Group        : Youtube Explainer
Instagram : Youtube Explainer

Subscribe My YouTube channel:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ