ফেসবুক প্রোফাইল ভেরিফাই যেভাবে করবেন।

ফেসবুক প্রোফাইল ভেরিফাই যেভাবে করবেন।

স্মার্টফোন আছে অথচ ফেসবুক আইডি নেই এমন একটা মানুষও পাওয়া যাবে না।প্রত্যকের কাছে যার যার ফেসবুক আইডি অনেক প্রিয়। অথচ এই প্রিয় আইডিটার নিরাপত্তার ব্যাপারে আমরা খুবই উদাসিন। আর এ কারনেই প্রতিদিন অসংখ্য ফেসবুক আইডি Disable হয়ে যায়। মানে ফেসবুক কতৃপক্ষ অনেক আইডি Disable করে দেয়। এছাড়াও আইডি  Restricted করে দেয়া, পোষ্ট কমেন্ট, লাইক ব্লক দেয়া আরোও কত কি।

How to verify facebook account

আরও পড়ুনঃ কেউ গোপনে আপনার ফেসবুক আইডি ব্যবহার করছে নাতো?

এসব কারনে এক সময় আমাদের প্রিয় ফেসবুক আইডি হারাতে হয়। অথচ নিজে একটু সতর্ক হলে আইডি কখনই Disable হবে না। আর এ জন্য ফেসবুক আইডি ভেরিফাই করতে হবে। তাহলে যেকোন সমস্যা হলে আইডি ফিরে পাবেন। চলুন দেখি কিভাবে একটা ফেসবুক আইডি ভেরিফাই করতে হয়।


> প্রথমে আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করুন।

> এবার থ্রি লাইন মেনুতে হিট করুন।

> এবার scroll করে নিচে আসুন

> সেখান থেকে setting & Privacy তে ক্লিক করে settings  এ ক্লিক করুন।

> এবার Personal information এ হিট করুন।

> তারপর Identify Confirmation এ ক্লিক করুন।

> Confirm Your Identity তে ক্লিক করুন। এখানে ২টা অপশন আসবে সেখান থেকে প্রথম অপশন বাছাই করুন।

 আরও পড়ুনঃ ফেসবুকে বিজ্ঞাপন আসা বন্ধ করুন

> ক্লিক করলে আপনাকে Country select করতে বলবে আপনি Bangladesg, ভারতের হলে India বাছাই করে Next হিট করুন।

> তারপর Upload Your ID তে ক্লিক করে Next এ ক্লিক করুন।

> আইডি প্রুভ হিসেবে আপনি কি জমা দিবেন সেটা বাছাই করতে হবে। আইডি প্রুভ হিসেবে জমা দেয়ার জন্য একাধীক Documents দেয়া যাবে।

- Passport.

-Driving licence.

- National ID Card.

- Marriage Certificate.

- Official name change paperwork.

- Green card, Residence card or permit, immigration documentation.

- Tribal Identification or status card.

আপনি যে Documents জমা দিবেন সেটা সিলেক্ট করুন। এবার Camera চালু হয়ে যাবে এবং আপনার Document এর পরিস্কার ছবি তুলে বসাবমিট করুন।

৪৮ ঘন্টার পর আপনার আইডি ভেরিফাই হয়ে যাবে।

আইডি ভেরিফাই করার আগে কিছু Settings করে নিতে হবে। তা না হলে ভেরিফিকেশন রিজেক্ট হয়ে যাবে।

১) আপনার আইডি অনুযায়ী নাম এবং বয়স ঠিক করতে হবে।

২) প্রফাইলে লক করে ভেরিফিকেশন এপ্লাই করা উত্তম

৩) অবশ্যই Two factor authentication চালু করে নিতে হবে।

 এখন থেকে আপনার প্রোফাইলে কোন সমস্যা হলে খুব সহজে একাউন্ট নিজেই ঠিক করতে পারবেন।

ভিডিওঃ 



Follow me on:
Instagram: Youtube Explainer

Subscribe My YouTube channel:

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

নামহীন বলেছেন…
আপনাকে অসংখ্য ধন্যবাদ
Android Teacher বলেছেন…
স্বাগতম 🥰🥰