How long does it take for YouTube to approve my channel for monetization?
ইউটিউবিং করার ক্ষেত্রে একজন ইউটিউবারকে মনিটাইজেশন নিএ সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন এপ্লাই করার পর এপ্রোভ হতে কতদিন সময় লাগে তা বেশিরভাগ নতুন ইউটিউবার জানে না। যার ফলে তারা এপ্লাই করার ৫-৬ দিনের মধ্যে এপ্রোভ না হলে দুশ্চিন্তায় পরে যান। আর তাই একটা চ্যানেল মনিটিজেশনের জন্য এপ্লাই করার পর ইউটিউব সেই চ্যানেল সর্বোচ্চ কতদিন রিভিউ ্করে তা প্রত্যেক ইউটিউবারকে জানতে হবে।
আসুন জেনে নেই,
একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেতে কতদিন পর্যন্ত রিভিউতে থাকতে পারে।
একট ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশন শর্ত পুরন করে তখন সেই চ্যানেল বিজ্ঞাপন বা মনিটাইজেশন পাওয়ার জন্য এপ্লিকেশন করার সুযোগ পায়। আমরা মনে করি শুধু ৪ হাজার ঘন্টা ওয়াচটাইম ও ১ হাজার সাবস্ক্রাইবার হলেই একটা চ্যানেল মনিটাইজেশন পায়। ব্যাপারটা মোটেই এমন নয়। মনিটাইজেশন এপ্লাই করার জন্য বেশ কিছু শর্ত রয়েছে যেগুলু অবশ্যই পূরণ করতে হবে। একটা চ্যানেল কি কি শর্ত পূরণ করলে মনিটাইজেশন এপ্লাই করার সুযোগ পায় তা জানতে নিচের পোশটটি পড়ুন।
আরও পড়ুনঃ ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের শর্ত সমূহ
ফিরে আসি আজকে মূল বিষয়। চ্যানেল মনিটাইজেশন পেতে কতদিন পর্যন্ত রিভিউতে থাকতে পারে। ইউটিউব চ্যানেল চালাতে হলে ইউটিউবের কিছু শর্ত রয়েছে। সব শর্ত মেনে আপনার মেনে একটা চ্যানেল যখন মনিটাইজেশন শর্ত পূরণ করার পর এপ্লাই করে তখন একমাসের মধ্যেই সেই চ্যানেল মনিটাইজেশোন পেয়ে যায়। এই এক মাস বলতে এপ্লাই করার ৪-৫ দিন হতে পারে। কোন কোন ক্ষেত্রে আবার ১০-১৫ দিন লাগে। তবে আপনার চ্যানেলে যদি কোন সমস্যা থাকে তাহলে মনিটাইজেশন পেতে ১ মাসের অধিক সময় লেগে যায়।
চ্যানেল ঠিকঠাক থাকার পরেও কেনো ১ মাসের অধিক সময় লাগে?
এর কারন হিসেবে ইউটিউব বলছে যারা মনিটাইজেশনের জন্য এপ্লাই করা চানেল্গুলু রিভিউ করে তাদের সংখ্যা পর্যাপ্ত হয়। যখন তাদের ক্যাপাসিটি অনুযায়ী অধিক চ্যানেল এপ্লাই করে সে ক্ষেত্রে রিভিউ করতে বেশি সময় লাগে। এছাড়া কিছু System issues থাকে। তবে তারা চায় যত তারাতারি সম্ভব চ্যানেল রিভিউ করে মনিটাইজেশন চালু করে দিতে। যেহেতু মনিটাইজেশ্নের রিভিউ পদ্ধতিটা সম্পূর্ন স্পেশালিষ্টরা করে থাকে তাই রিভিউ করার ক্ষেত্রে সব কিছু চেক করতে হয়। এমন কিছু মৌলিক কারনে একটা চ্যানেল মনিটাইজেশন পেতে কিছুদিন বিলম্ব হতে পারে। তাই আপনি যদি নিশ্চিত থাকেন আপনার চ্যানেল কোন ধরনের সমস্যা নেই তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন এতে কোন সন্দেহ নেই।
Follow me on:
Facebook : Akm. Mostafizur Rahman
Page :Yotube Explainer
Group : Youtube Explainer
Instagram : Youtube Explainer
Subscribe My YouTube channel:
0 মন্তব্যসমূহ