নাম্বার গোপন রেখে কল করার উপায়

নাম্বার গোপন রেখে কল করার উপায়

আপনি যে মোবাইল নাম্বার ব্যবহার করেন সেটা পরিচিত সবার কাছেই থাকাত কথা। তারা যেকোন প্রয়োজনে আপনার সাথে কল করে যোগাযোগ করে। কিন্তু কখনও কখনও আমাদের এমন কাওকে কল করতে হয় যাদের আমরা নিজেদের ব্যাক্তিগত নাম্বার দিতে চাই না। এমন অবস্থায় নিজের নাম্বার গোপন রেখে কল করতে হলে সাধারনভাবে তা হয় না।

নাম্বার গোপন রেখে কল করবেন যে ভাবে?

আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে নিজের ব্যাক্তিগত নাম্বার গোপন রেখে যে কাওকে ফ্রিতে কল করতে পারবেন। নাম্বার গোপন রেখে কল করার জন্য প্লে-ষ্টোরে অনেক এপ্লিকেশন আছে। তবে সব এপ্লিকেশন ঠিক ঠাক কাজ করে না। আমি আপনাকে এমন একট এপ্লিকেশনের নাম বলবো পাশাপাশি দেখিয়ে দিবো কিভাবে নাম্বার গোপন রেখে দেশে-বিদেশে টাকা ছাড়া ফ্রি কল করতে পারবেন।

অ্যাপটি ইনষ্টল করার জন্য প্লে-ষ্টোরে যাবেন এবং সার্চ বক্সে Abtalk লিখে সার্চ করবেন। সার্চ করার পর অনেকগুলু অ্যাপ আসবে। ভিডিওতে দেখানো যে এপ্লিকেশনটি দেখানো হয়েছে কেবল এই অ্যাপটি ইনষ্টল করবেন। এই অ্যাপটি ব্যবহার করলে আজ থেকে কল দিলে নাম্বার দেখা যাবে না।

এবার কিভাবে অ্যাপটি দিয়ে ফ্রি কল করবেন জানতে ভিডিওটি দেখুন।



Follow me on:
Facebook   : Akm. Mostafizur Rahman
Page           :Yotube Explainer
Group        : Youtube Explainer
Instagram : Youtube Explainer

Subscribe My YouTube channel:

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ