আমাদের মোবাইলে এমন কিছু ছবি ও ভিডিও থাকে যেগুলু খুবই গুরুত্বপূর্ণ। এমনও ছবি/ভিডিও এবং ফাইল আছে যেগুলু আমরা বছরের পর বছর ধরে সংরক্ষন করে আসছি।
কিন্তু আমাদের ছোট একটু ভুলের কারনে এসব ছবি/ভিডিও এবং ফাইল ডিলিট হয়ে যায়। আর তখনই মনে হয় আমরা সবই হারিয়ে ফেলছি। কিন্তু আপনি জানেনকি, আপনার ডিলিট হয়ে যাওয়া এসব ছবি/ভিডিও ও ফাইল সহজে রিকভার করা যায় ফ্রিতে। আজকে আপনাদের বলবো কিভাবে রিকভার করবেন খুব সহজে ফ্রিতে।
আপনার ডিলিট হয়ে যাওয়া ফাইল রিকভার নিয়ে যদি দুশ্চিন্তায় থাকেন তাহলে এই পোষ্ট আপনার সমাধান। ফাইল রিকভার করার জন্য অনেক পেইড অ্যাপ আছে। কিন্তু আজকে আপনাদের ফ্রি একটা অ্যাপের কথা বলব যেটা ফ্রিতে খুব সহজে ও কয়েক মিনিটেই রিকভার করতে পারবেন।
কিভাবে অ্যাপ ইনষ্টল করবেন এবং ফাইল রিকভার করবেন এই সম্পুর্ন টিটোরিয়াল ভিডিও দেয়া আছে। ভিডিও না টেনে পুরুটা দেখবেন। তাহলে আপনিও আপনার ফাইল সহজে রিকভার করতে পারবেন।
ভিডিওঃ
0 মন্তব্যসমূহ