আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে এবং আপন যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে সহজে ইনকাম করতে পারবেন। বিশেষ করে ছাত্র অবস্থায় অনলাইন উপার্জন শুরু করলে লেখা পড়া শেষ হতে হতে আপনার একটা নিয়মিত ইনকাম দাঁড়িয়ে যাবে।
আমাদের সবার একটা ভুল ধারনা আছে যে কোন কাজ না জানলে অনলাইন থেকে উপার্জন সম্ভব না। আর এই ভয়ে অনেকে নিজেকে অনলাইন উপার্জন থেকে দূরে সরিয়ে রাখে। কিন্তু বাস্তবিক অর্থে কাজ না জানলেও অনলাইন থেকে উপার্জন করা যায়।
এমন অনেক ওয়েবসাইট আছে যে সাইটে ছোট ছোট কাজ করার মাধ্যমে মোটামোটি ভাল টাকা আয় করা যায়। যেমনঃ PTC or ads surfing, microjob site ইত্যাদি। এসব সাইটে নিয়মমিত কাজ করলে ১০০-৪০০ টাকা ইনকাম করা যায়। তাই আপনি ছাত্র হোন বা চাকুরিজীবি পাশাপাশি ইনকাম করুন। এই ছোট ছোট ইনকামই একদিন আপনার প্রধান আয়ের উৎস হবে।
আজকে আপনাদের সাথে নতুন একটা PTC সাইট শেয়ার করবো। নতুন এই সাইটে এড সার্ফিং, গেম, রেফার করে ইনকাম করতে পারবেন। বিজ্ঞাপন দেখার পাশাপাশি আপনি যত বেশি রেফার করতে পারবেন ইনকাম তত বেশি হবে। যেহেতু সাইটটি নতুন তাই হয়তো এখন বিজ্ঞাপন কমও থাকতে পারে। কিন্তু আপনি যদি একটা সাইটে নিয়মিত কাত করতে থাকেন তাহলে ইনকাম আসবেই।
টাকা তুলবেন যেভাবে
Tonros থেকে থেকে তিনটা উপায় withdraw করা যায় PAYEER, advcash এবং perfect money। এই তিনটা থেকে আমি আপনাকে PAYEER এ টাকা তোলার জন্য সাজেশন দিবো। কারন PAYEER এ মাত্র 1RUB হলেই withdraw করা যায়।
বিস্তারিত ভিডিওতে দেখুনঃ
Follow:
Facebook-1: A.K.M. Mostafizur Rahman
Facebook-2: Emon Bhuiyan
Facebook Page: Android Teacher
YouTube Channel:
Channel-1: Android Teacher
Channel-2: Jana Ojana
Channel-3: Youtube Explainer
0 মন্তব্যসমূহ