Voice Call Recorder: কিছু দিন আগে পর্যন্ত আমরা চাইলেই খুব সহজে কথা বলার সময় call record করতে পারতাম। প্লে-ষ্টোর থেকে কল রেকর্ডার লিখে সার্চ করে যেকোন একটা অ্যাপ ইনষ্টল করলেই কাজ হয়ে যেতো। জরুরি বা বিশেষ মুহুর্তের কথোপকথন রেকর্ড করা যেতো।
কিন্তু গত ১১ মে'২০২২ থেকে গুগল সকল প্রকার Call record app বন্ধ করে দিয়েছে। শুফহু তাই নয় প্লে ষ্টোরে কল রেকর্ডার নামে যত অ্যাপ আছে একগুলু এখন আর কাজ করবে না। শুধু তাই নয়, কিছু কিছু মোবাইলে Default ভাবে থাকা রেকর্ড পদ্ধতিও বন্ধের কার্জক্রম চলছে।
এখন প্রশ্ন হচ্ছে তাহলেকি আমরা বিশেষ মুহুর্তের কল কোন ভাবেই রেকর্ড করতে পারবো না? উত্তর হচ্ছে হ্যা পারবেন। তবে এর জন্য নির্দিষ্ট কিছু অ্যাপ ব্যবহার করতে হবে। আমিও তেমন একটি অ্যাপ আপনাদের সাথে শেয়ার করবো যে অ্যাপের মাধ্যমে খুব সহজে কল রেকর্ড করতে পারবেন।
অ্যাপটি ইনষ্টল করতে এখানে ক্লিক করুনঃ CLICK HERE
ইন্সটল হয়ে গেলে আপনাকে ৩টা সেটিংস অবশ্যই করে নিতে হবে। তা না হলে কল রেকর্ড হবে না। কিভাবে সেটিংস করবে জানতে ভিডিওটা দেখুনঃ
2 মন্তব্যসমূহ